ভারী বৃষ্টি না হলেও রাজ্য জুড়ে আগামী তিনদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বাতাসে আর্দ্রতা থাকায় অস্বক্তি বাড়বে।
শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, প্রতিদিনই বিকেলের দিকে আকাশ মেঘলা থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলায়।
বিশেষ করে, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান এবং উপকূলের জেলাগুলিতে।
রাজস্থান থেকে দক্ষিণ বিহার পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হওয়ায় বাতাসে আর্দ্রতা থাকবে বলে জানিয়েছেন আবহবিদরা।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী দু’দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আগামী দু-তিনদিনের মধ্যে কেরলে বর্ষা ঢুকতে পারে বলে মনে করছেন আবহবিদরা। এখন সেখানে প্রাক বর্ষার বৃষ্টি চলছে।