শিল্পের শহর কল্যাণী। একটা সময় কলকারখানার আওয়াজে গমগম করত গোটা এলাকা। সময়ের সঙ্গে পাল্টেছে চিত্র। এখন গমগম না করলেও বেশ কিছু ইন্ডাস্ট্রি বেঁচে রয়েছে। চলছেও দ্রুতগতিতে। বেঁচে থাকা শিল্পের উন্নয়ন ও প্রসারে শুক্রবার সন্ধ্যায় নদিয়া জেলা প্রশাসক ও শিল্প-উদ্যোগীদের প্রথম প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল কল্যাণীতে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্প ভাবনার বাস্তবায়নে কল্যাণী মহকুমা প্রশাসনের উদ্যোগে, কল্যাণী চেম্বারস অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস ও কল্যাণী ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এন্টারপ্রেনেওর অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এই প্রশাসনিক বৈঠকটি অনুষ্ঠিত হয়। এদিনের বিজনেস মিটের মূল উদ্দেশ্য ছিল কিভাবে ক্ষুদ্র, মাঝারি ও বড় শিল্প প্রতিষ্ঠান গুলির সার্বিক উন্নতি হয় সেই বিষয়ে আলোকপাত করা। এদিন আলোচনায় নানান সমস্যার কথাও তুলে ধরেন উদ্যোগপতিরা। ড্রেনেজ সিস্টেম থেকে আবর্জনা পরিষ্কার সবটাই উঠে আসে আলোচনায়।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলার জেলাশাসক এস অরুণ প্রসাদ, কল্যাণীর মহকুমাশাসক ডক্টর অভিজিৎ সামন্ত, রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) সিদ্ধার্থ ধাপোলা সহ বিভিন্ন উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন কল্যাণী স্থানীয় বিভিন্ন নামী উদ্যোগপতিরা। টেগা, টিডিকে, এবি মৌরী, বেঙ্গল সার্জিক্যাল, চন্দ্রা পেন্টস, বেলমার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সহ প্রায় ২২ টি ইন্ডাস্ট্রি।
অনুষ্ঠানের শেষে নদিয়া জেলার জেলাশাসক মাননীয় এস অরুণ প্রসাদ বলেন, ইন্ডাস্ট্রি হাবের সীমানার মধ্যে পরিকাঠামোগত যে আবেদন ও অনুরোধের কথা এদিন শিল্প উদ্যোগপতিরা জানালেন সেগুলি শিল্পের শীর্ষ কর্তা এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলে সমাধান করার চেষ্টা করা হবে।
কল্যাণী শিল্পগুলি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বিভিন্ন প্রণোদনা এবং ভর্তুকি লাভ করে। বর্তমানে, শিল্প পরিস্থিতির উন্নতির জন্য জেলা শিল্প কেন্দ্র,পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগম লিমিটেড, পশ্চিমবঙ্গ শিল্প অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন এবং পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন কর্পোরেশনের মতো সংস্থাগুলি কল্যানীতে কাজ শুরু করেছে। এই মহকুমায় ৫টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে উঠেছে। স্থান পেয়েছে পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগম লিমিটেডের অধীনস্থ প্রায় ১৩৭টি ইন্ডাস্ট্রি। পশ্চিমবঙ্গ শিল্প অবকাঠামো উন্নয়ন কর্পোরেশনের অধীনস্থ প্রায় ৮১টি ইন্ডাস্ট্রি, ও ইউডিএমএ-এর অধীনস্থ ৩টি ইন্ডাস্ট্রি।
কল্যাণী মহকুমা শাসক ডক্টর অভিজিৎ সামন্ত বলেন, সরকারের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বিশিষ্ট উদ্যোগপতিদের। উপ মহাশাসক মাননীয় সৌগত পাত্র জানিয়েছেন— পরবর্তীক্ষেত্রে প্রশাসনিক স্তরে এইরকম বৈঠক আরও আয়োজন করা হবে ইন্ডাস্ট্রিগুলির সার্বিক উন্নতি সাধনে।