শত্রু ইয়াসের মােকালািয় প্রস্তুতি চলছে জোরকদমে। প্রকৃতির বিপর্যয় নিয়ন্ত্রন করা সম্ভব নয় তবুও ক্ষতি যতটা কমানাে যায় তার জন্য প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যে রাজ্যে এসেছে ১১ টি যুদ্ধবিমান ও ২৫ টি হেলিকপ্টার। ত্রাণ পৌঁছে দেওয়া এবং উদ্ধারের কাজে তৎপর রয়েছে বায়ুসেনা।
বায়ুসেনার তরফে রাজ্যের জন্য প্রস্তুত রাখা হয়েছে একটি ‘সি ১৭ গ্লোবমাস্টার’, একটি ‘আইএল -৭৬’, তিনটি ‘সি ১৩০ জে সুপার হারকিউলিস’, চারটি ‘আন্তনভ-৩২’, দুটি ‘ডনিয়ার ট্রান্সপাের্ট এয়ারক্রাফ্ট’। যুদ্ধবিমানগুলি ছাড়াও থাকবে ১১ টি ‘মিগ ১৭ ভি ৫’ হেলিকপ্টার, দুটি ‘চেতক’, তিনটি ‘চিতা’, ও দুটি ‘ধ্রুব অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার’ ও সাতটি ‘মিগ ১৭’।
ত্রাণের কাজে ২১ টন সরঞ্জাম নিয়ে এসেছে বায়ুসেনা। পাটনা ও বারাণসী থেকে কলকাতায় বিমানে করে আনা হয়েছে ৩৩৪ জন বিপর্যয় মােকাবিলা দলের সদস্যকে। এছাড়া এনডিআরএফের ৬০৬ জন সদস্য ও ৫৭ টন সরঞ্জাম নিয়ে এসেছে এয়ারফোর্স।