৬ মাস ধরে পাচ্ছেন না বেতন। এই অভিযোগে বৃহস্পতিবার সল্টলেকে পঞ্চায়েত দপ্তরে বিক্ষোভ দেখালেন গ্রামীণ সম্পদ বিকাশ বিভাগের কর্মীরা। এই বিষয়ে অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করলেন তাঁরা। আন্দোলনকারীদের প্রতিনিধি দল এদিন পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের একটি স্মারকলিপি জমা দিয়েছেন। দ্রুত বকেয়া বেতন না মেটানো হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
বারবার বেতনের দাবি জানিয়েও কোনও সমাধান হয়নি। মিলেছে শুধুই আশ্বাস। ৬ মাস ধরে এক পয়সাও বেতন পাননি গ্রামীণ সম্পদ বিকাশ বিভাগের কর্মীরা। এই কারণে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন গ্রামীণ সম্পদ বিকাশ বিভাগের কর্মীরা।
আন্দোলনকারীদের দাবি, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এদিকে ৬ মাস বিনা বেতনে কাজ করতে হচ্ছে। এভাবে আর কতদিন চলবে? বাধ্য হয়েই বিক্ষোভের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আন্দোলনকারীদের মধ্যে অনেকে সংসার চালাতে ডিউটির পর অন্য কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন। কিন্তু এত পরিশ্রম করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। তাই অবিলম্বে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন বিক্ষোভকারীরা।
গ্রামীণ সম্পদ বিকাশ বিভাগের কলকাতার কর্মীদের পাশাপাশি জেলার কর্মীরাও এদিন সল্টলেকের পঞ্চায়েত দপ্তরে এসেছিলেন। প্রায় হাজার খানেক কর্মী পঞ্চায়েত অফিসে এসে বিক্ষোভ দেখান। বিক্ষোভের জেরে সল্টলেক চত্বরে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। তবে আগে থেকেই ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। সেই কারণে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো গিয়েছে।