• facebook
  • twitter
Friday, 22 November, 2024

পশ্চিমবঙ্গে কবে কোথায় ভোটগ্রহণ?

দিল্লি, ১৬ মার্চ:  দেশজুড়ে বেজে গেল ২০২৪ লোকসভা ভোটের দামামা! আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হবে ১৮তম লোকসভা নির্বাচন। এই আসন্ন লোকসভা নির্বাচনে মোট ৭ দফায় ভোটগ্রহণ করা হবে। দেশের ২২টি রাজ্যে একদফায় ভোট হলেও তাৎপর্যপূর্ণভাবে বাংলাতে ৭ দফায় ভোটগ্রহণ করা হবে। লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে দেশের ২৬টি বিধানসভা কেন্দ্রেও রয়েছে উপনির্বাচন। আজ, শনিবার তার

দিল্লি, ১৬ মার্চ:  দেশজুড়ে বেজে গেল ২০২৪ লোকসভা ভোটের দামামা! আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হবে ১৮তম লোকসভা নির্বাচন। এই আসন্ন লোকসভা নির্বাচনে মোট ৭ দফায় ভোটগ্রহণ করা হবে। দেশের ২২টি রাজ্যে একদফায় ভোট হলেও তাৎপর্যপূর্ণভাবে বাংলাতে ৭ দফায় ভোটগ্রহণ করা হবে। লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে দেশের ২৬টি বিধানসভা কেন্দ্রেও রয়েছে উপনির্বাচন।

আজ, শনিবার তার দিনক্ষণও ঘোষণা করে দিয়েছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন। এই ২৬টি কেন্দ্রের মধ্যে এরাজ্যের দুটি কেন্দ্র রয়েছে। উত্তর ২৪ পরগনার বরাহনগর ও মুর্শিদাবাদের ভগবানগোলা কেন্দ্রে এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ, সম্প্রতি বরাহনগরের প্রাক্তন বিধায়ক ও তৃণমূল নেতা তাপস রায় পদত্যাগ করে বিজেপি-তে যোগদান করেছেন। অন্যদিকে, ভগবানগোলার বিধায়ক ইদ্রিশ আলিও প্রয়াত হয়েছেন। সেজন্য এই দুই বিধানসভা কেন্দ্রে পুনরায় বিধায়ক নির্বাচন করা হবে। লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণের দিন, অর্থাৎ ৭ মে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে এবং ১ জুন সপ্তম দফার ভোটগ্রহণের দিন বরাহনগর বিধানসভায় ভোটগ্রহণ করা হবে।

এক নজরে দেখে নেওয়া যাক, এবারের লোকসভা নির্বাচনে রাজ্যের কোন কেন্দ্রে কবে ভোটগ্রহণ:

প্রথম দফা (১৯ এপ্রিল):
কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি

দ্বিতীয় দফা (২৬ এপ্রিল):
রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিং

তৃতীয় দফা (৭ মে): মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর

চতুর্থ দফা (১৩ মে): বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল

পঞ্চম দফা (২০ মে): শ্রীরামপুর, বারাকপুর, হুগলি, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, আরামবাগ

ষষ্ঠ দফা (২৫ মে): পুরুলিয়া, বাঁকুড়া, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বিষ্ণুপুর

সপ্তম দফা (১ জুন): উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর, জয়নগর, বসিরহাট, বারাসত, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদম