পূর্ব বর্ধমানের জামালপুর বাসীদের জন্য ঈদের উপহার দেওয়া হলো বিধায়কের তহবিল থেকে। হাতে গোনা দিন চার পাঁচ পরেই মুসলিম সম্প্রদায়ের খুশির উৎসব ঈদ। আর এই খুশির ঈদে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে বিধায়ক তহবিলের টাকায় জামালপুর ব্লক তৃণমূল পার্টি অফিস থেকে প্রত্যেকটি অঞ্চল সভাপতিদের হাতে ঈদের উপহার তুলে দেওয়া হলো।
তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান জানান, অঞ্চলের সভাপতিরা ওই উপহার সামগ্রী বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি পৌঁছে দেবেন। যার মধ্যে ছিল কাপড়, লুঙ্গি, জামা, ছোটদের পোশাক, চুড়িদার। এই উপহার তুলে দিতে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তাবারক আলী মন্ডল সহ অন্যান্যরা। বিধায়ক বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার। তাই আগামী ঈদে যাতে সকলে আনন্দে কাটাতে পারেন তাই বিধায়ক তহবিল থেকে আজ ঈদের উপহার হিসাবে পোশাক বিতরণ করা হলো। ব্লক সভাপতি মেহমুদ খান বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তাঁদের দল নেত্রী চান সকলে আনন্দে থাকুক। তাই বিধায়ক কোটা থেকে যেমন দুর্গা পুজোয় উপহার দেওয়া হয়েছে, আবার ঈদের সময়ও বিধায়ক কোটায় মুসলিম সম্প্রদায়ের মানুষের হাতে পোশাক তুলে দেওয়া হলো।