জেলায় ট্যাবের জন্য শিক্ষাদফতরের ব্যয় ৪৮ কোটি টাকা

গোটা রাজ্যের সাথে বীরভূম জেলার সরকারি স্কুলে পাঠরত ছাত্রছাত্রীদের একাংশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাব কেনার জন্য শিক্ষাদফতর থেকে যে টাকা পাঠানো হয়, তা নির্দিষ্ট অ্যাকাউন্টে না ঢোকায় হৈ চৈ শুরু পড়ে যায়। বিভিন্ন জায়গায় স্কুলে ছাত্রছাত্রী এবং তাঁদের অভিভাবকেরা বিক্ষোভও দেখান। এরপরই রাজ্য শিক্ষাদফতর বিষয়টি দেখার জন্য জেলাশাসক, জেলা শিক্ষাদফতরকে যেমন নির্দেশ দেয় তেমনি, পুলিশকে এ ব্যাপারে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে ছাত্রছাত্রীদের সংযোগ গড়ে তুলতে ২০২১ সালে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রছাত্রীদের ট্যাব দেওয়ার এই প্রকল্পের সূচনা করেছিলেন।
রাজ্য শিক্ষাদফতরের কাছ থেকে যে সমস্ত ছাত্রছাত্রী ট্যাব কেনার টাকা পায়নি, তা দ্রুত দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশ পাওয়ার পরই জেলা উচ্চ মাধ্যমিক শিক্ষাদফতর জেলায় ট্যাব কেনার জন্য সরকারি অনুদানের ১০ টাকা করে কতজন ছাত্রছাত্রী পায়নি তার একটি তালিকা তৈরী করে। দেখা যায়, জেলার ১৭টি স্কুলের ৮৫ জন ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাব কেনার অনুদানের টাকা ঢোকেনি। জেলাশাসক বিধান রায় জানিয়েছেন, এই তথ্য হাতে আসার পরই ওই সমস্ত ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাব কেনার অনুদানের টাকা পাঠিয়ে দেওয়ার কাজ সম্পূর্ণ করা হয়েছে। শিক্ষাদফতর সূত্রে জানা যাচ্ছে, জেলায় ট্যাব কেনার জন্য ২৮ হাজার ১৮৯ ছাত্রছাত্রীকে ১০ হাজার টাকা হিসেবে ৪৮ কোটি টাকা অনুদান দিয়েছে রাজ্য সরকার।