• facebook
  • twitter
Wednesday, 30 April, 2025

দেবাঞ্জনের ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের তদন্তে নামল ইডি

কসবা ভুয়াে ভ্যাকসিন কাণ্ডে নতুন মােড়। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এই মামলার তদন্তভার নিজেদের হাতে তুলে নিল।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Photo: IANS)

কসবা ভুয়াে ভ্যাকসিন কাণ্ডে নতুন মােড়। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এই মামলার তদন্তভার নিজেদের হাতে তুলে নিল। 

এছাড়া আরও দু’টি মামলার তদন্ত শুরু করবে ইডি। তার মধ্যে রয়েছে জীবনদায়ী রেমডেসিভির ও অক্সিজেনের কালােবাজারি। 

আগামী দু’দিনের মধ্যে এই নিয়ে ইডি’র তৎপরতা বাড়বে। বৃহস্পতিবার ইডি’র সদর দফতরে দিল্লিতে একটি বৈঠক হয়। সেই বৈঠকে এই নিয়ে আলােচনা হয়েছে বলে জানা গেছে।

News Hub