• facebook
  • twitter
Thursday, 26 December, 2024

পরিবেশবান্ধব দুর্গা

যেখানে ব্যবহার করা হয়েছে ইঞ্জিনিয়ারিং বিভাগের অব্যবহৃত পণ্য এবং কাপড়। জানা যাচ্ছে চলতি বছর পরিবেশবান্ধব টিস্যুর তৈরি দুর্গামূর্তি জায়গা করে নিতে চলেছে হেরিটেজ বেঙ্গল গ্লোবাল আয়োজিত টেমস দুর্গা প্যারেডে।

পরিবেশের কথা মাথায় রেখে এবার কলকাতায় দেখা মিলবে ৭ ফুট উঁচু পরিবেশবান্ধব দুর্গামূর্তির। কলকাতাতে তো বটেই জেলাতেও থিমের পুজোর রমরমা। কিন্তু ক’জন ভাবেন পরিবেশের কথা?

এবার সেই ভাবনাই ভাবল টেকনো গ্রুপের ছাত্রছাত্রীরা। টিস্যু পেপার, ফ্যাব্রিক এবং ৩৫টি প্যাকেট দিয়ে দুর্গোৎসব উপলক্ষ্যে তৈরি করা হল ৭ ফুট উঁচু দেবী দুর্গার মূর্তি। যা উন্মোচন করা হল দ্বিতীয়ার দিন। গত তিন বছর ধরে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, টেকনো মেইন সল্টলেক ক্যাম্পাস এবং টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্যোগে এবং বিশেষজ্ঞদের নির্দেশনায় তৈরি হয়ে আসছে দুর্গামূতি।

আর এবার টেকনো গ্রুপের প্রথম এবং দ্বিতীয় বর্ষের ছাত্রদের উদ্যোগে পরিবেশের কথা মাথায় রেখে বর্জ্য পদার্থের দ্বারা তৈরি করা হলো দুর্গামূর্র্তি। যেখানে ব্যবহার করা হয়েছে ইঞ্জিনিয়ারিং বিভাগের অব্যবহৃত পণ্য এবং কাপড়। জানা যাচ্ছে চলতি বছর পরিবেশবান্ধব টিস্যুর তৈরি দুর্গামূর্তি জায়গা করে নিতে চলেছে হেরিটেজ বেঙ্গল গ্লোবাল আয়োজিত টেমস দুর্গা প্যারেডে।