পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং যাত্রীদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে পূর্ব রেলের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আর. পি. এফ) লিটারিং আইন এবং তামাক আইনের আওতায় কঠোর প্রয়োগমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। স্বচ্ছ রেল, স্বচ্ছ ভারতের প্রতি শ্রদ্ধা জানিয়ে রেল কর্তৃপক্ষ স্টেশন এবং রেল প্রাঙ্গনে অভিযান চালিয়ে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে।
আর্থিক বছর ২০২৪-২৫-এ পূর্ব রেলের রেলওয়ে সুরক্ষা বাহিনী ৪৪৭৮০ জনের বিরুদ্ধে লিটারিং আইনের অধীনে মামলা করেছে। রেল প্রাঙ্গণে বর্জ্য অপব্যবহারের জন্য জরিমানাও আদায় করেছে। অন্যদিকে, আরপিএফ তামাক আইনের অধীনে ২৭২৬৫ জনের বিরুদ্ধে মামলা করেছে এবং রেল চত্বরের মধ্যে নিষিদ্ধ এলাকায় ধূমপান করা ব্যক্তিদের থেকে জরিমানা আদায় করেছে। এই অভিযানের মাধ্যমে পূর্ব রেলের একমাত্র লক্ষ্য যাত্রীদের জন্য একটি নিরাপদ ও পরিচ্ছন্ন রেল পরিবেশ তৈরি করা। রেল আধিকারিকরা সমস্ত যাত্রীদের নিয়মকানুন মেনে চলার অনুরোধ জানিয়েছেন।