ঝড়ের দাপটে ইস্টবেঙ্গলের ভুটান যাওয়া নিয়ে বাধা

ইস্টবেঙ্গলের লোগো (Photo: Facebook@SCEastBengalOfficial)

ইস্টবেঙ্গল ক্লাব আইএসএল ফুটবলে ব্যর্থতার কারণে কোচ কার্লোস কুয়াদ্রাতকে সরিয়ে দিয়ে নতুন কোচ অস্কার ব্রুজোকে আনা হয়। স্প্যানিশ এই কোচ অস্কারের প্রথম ম্যাচ ওড়শার বিরুদ্ধে। তারপরেই এএফসি কাপ খেলতে ভুটানে উড়ে যাবে লাল-হলুদ ব্রিগেড আগামী ২৪ অক্টোবর। তাদের প্রথম ম্যাচ পারো এফসি’র সঙ্গে। নতুন কোচের ভাবনা যদি ইস্টবেঙ্গল জয়ের স্বাদ পেয়ে যায়, তাহলে মনোবল অনেক বেড়ে যাবে খেলোয়াড়দের। আইএসএল ফুটবলে পরপর ম্যাচগুলি হেরে যাওয়ার পরে আত্মবিশ্বাসে চির ধরে ফুটবলারদের। সেখান থেকে ফিরিয়ে আনার জন্য নতুন কোচের নানা ভাবনা রয়েছে। তিনি বলেছেন, দলের মধ্যে সবার সম্পর্ক গড়ে তুলতে হবে। মনে করতে হবে, সবাইকে একই পরিবারের ছেলে। কখনওই একে অপরের বিরুদ্ধে সমালোচনা করা চলবে না। তাই একতা ও দৃঢ়তা গড়ে তুলে খেলতে হবে যে কোনও দলের বিরুদ্ধে।

ভুটানে যাওয়া নিয়ে এখন সংশয় তৈরি হয়েছে। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে ২৪ অক্টোবর থেকে ওড়িশার পুরী থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা ও সাগরদীপের মধ্যে ‘দানা’ ঘূর্ণিঝড় আছড়ে পড়বে। সেই ঝড়ের দাপট পার্শ্ববর্তী অঞ্চলেও পড়তে পারে। সেই কারণে কলকাতা থেকে ভুটানে উড়ে যাওয়া বিমান ঠিকমতো পাওয়া যাবে কিনা, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে প্রস্তুতি সেরেই ভুটানের উদ্দেশে রওনা দেওয়ার কথা। ভুটান যাওয়া নিয়ে কর্মকর্তারাও বেশ চিন্তিত। তবে, দমদম বিমানবন্দর থেকে এখনও পর্যন্ত বিমন পরিষেবায় কোনও বদল হবে কিনা, তা জানানো হয়নি। পরবর্তীকালে আবহাওয়ার পরিস্থিতির উপর নির্ভর করবে। শোনা গেছে, ইস্টবেঙ্গল ক্লাবের বেশকিছু সমর্থক রেলপথে ভুটানে যাচ্ছেন। সেখানেও কিন্তু ঝড়ের পূর্বাভাস রয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ঝড়ের ব্যাপারে রেল পরিষেবায় কোনও পরিবর্তন হচ্ছে না। যদি পরিস্থিতি খুব জটিল হয়ে যায়, তাহলে ওই বিষয়ে চিন্তা করা হবে। সেই কারণেই ভুটানে যাওয়া নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা এখনই কোনওরকম প্রতিক্রিয়া দিতে চাইলেন না।