• facebook
  • twitter
Wednesday, 8 January, 2025

সাতসকালে কলকাতায় ভূমিকম্প

কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কম্পন অনুভূত হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, দুই দিনাজপুরে ভূমিকম্প হয়েছে।

প্রতীকী চিত্র

সাতসকালে কলকাতায় ভূমিকম্প। আতঙ্কে রাস্তায় নেমে আসলেন বহু মানুষ। প্রায় এক মিনিট ধরে কম্পন অনুভূত হয়। কলকাতা ও সংলগ্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, মঙ্গলবার সকালে কেঁপে উঠেছে উত্তরবঙ্গও। পড়শি রাজ্য বিহারেও ব্যাপক কম্পন অনুভূত হয়েছে।

কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কম্পন অনুভূত হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, দুই দিনাজপুরে ভূমিকম্প হয়েছে।

ভূমিকম্পের উৎসস্থল নেপাল। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭.১। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, নেপালের লোবুচে থেকে ৯৩ কিলোমিটার উত্তর-পূর্বে এই কম্পনের উৎসস্থল। গভীরতা ১০ কিলোমিটার।

ভূমিকম্পের যে তীব্রতা ছিল, তাতে ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।