• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বহরমপুরে আগাম বসন্তোৎসবে শামিল ছোট থেকে বড়রা

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর, ১৮ মার্চ— দোলযাত্রা এখনও কয়েকটি দিন বাকি রয়েছে৷ কিন্ত্ত তার আগে মুর্শিদাবাদের বহরমপুরে প্রতি বছরের মতো এবছরও আগাম বসন্তোৎসবে মাতল ছোট থেকে বড় সবাই৷ রবিবার জেলার অন্যতম নৃত্য সংস্থা ‘নটরাজ কালচারাল ইউনিট’-এর পক্ষ থেকে বহরমপুর শহরে বের হয় প্রভাতফেরি৷ নানা রঙের আবিরের সঙ্গে গান ও নাচ৷ বহরমপুর ইন্দ্রপ্রস্থ কুড়ি ফুটের রাস্তা থেকে

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর, ১৮ মার্চ— দোলযাত্রা এখনও কয়েকটি দিন বাকি রয়েছে৷ কিন্ত্ত তার আগে মুর্শিদাবাদের বহরমপুরে প্রতি বছরের মতো এবছরও আগাম বসন্তোৎসবে মাতল ছোট থেকে বড় সবাই৷ রবিবার জেলার অন্যতম নৃত্য সংস্থা ‘নটরাজ কালচারাল ইউনিট’-এর পক্ষ থেকে বহরমপুর শহরে বের হয় প্রভাতফেরি৷ নানা রঙের আবিরের সঙ্গে গান ও নাচ৷ বহরমপুর ইন্দ্রপ্রস্থ কুড়ি ফুটের রাস্তা থেকে রবীন্দ্রসদন পর্যন্ত এভাবেই যায় সুসজ্জিত র্যালি৷ রবীন্দ্রসদনে শুরু হয় দ্বিতীয় দফার অনুষ্ঠান৷ দুটি ক্ষেত্রেই সামিল হয় সংস্থার শতাধিক সদস্য-সদস্যারা৷ এই সংস্থার পক্ষ থেকে এভাবেই ২৪তম বসন্তোৎসব পালিত হয় শহরে৷ যা দেখতে ভিড় করেন পথ চলতি সাধারণ মানুষ৷ রাস্তার দু’পাশে দাঁড়িয়ে বা বাড়ির ছাদ থেকে বহু মানুষ দৃষ্টিনন্দন এই বসন্তোৎসব দেখেন৷

সংস্থার প্রতিষ্ঠাতা নৃত্যশ্রী অভিজ্ঞান ভট্টাচার্য বলেন, ‘বিগত ২৪ বছর ধরে আমরা এভাবেই আগাম বসন্তোৎসব পালন করে আসছি৷ দোলযাত্রা বা হোলির সাতদিন বা পাঁচদিন আগে বসন্তোৎসব পালন করি৷ এই জেলায় প্রতি বছর আমরাই প্রথমে বসন্তের শুভেচ্ছা জানাই মানুষকে৷ এবছরও আমরা সবার আগে বসন্তোৎসব পালনের মধ্য দিয়ে আগাম শুভেচ্ছা জানালাম৷ আমাদের সংস্থার পাঁচ থেকে পঞ্চাশ বচরের সদস্য-সদস্যা সবাই সামিল হয়েছিল আজ৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে যেভাবে বসন্ত উৎসব পালিত হয় সেই ঐতিহ্যকে মাথায় রেখেই এতগুলো বছর ধরে এই উৎসব করছি৷ উদ্দেশ্য কবিগুরুর বসন্তোৎসবের ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং জাতি-ধম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে মনের ভালোবাসার রঙে রাঙিয়ে দেওয়া৷’