পশ্চিমী ঝঞ্ঝার জেরে বড়দিনের উৎসবেও শীতের দেখা নেই, শুক্রবারের পর নামতে পারে পারদ

বড়দিনে জমজমাট পার্কস্ট্রিট।

নিজস্ব প্রতিনিধি– সপ্তাহের শেষে বৃষ্টি নামতেই রবিবারের পর থেকে জাঁকিয়ে শীত পড়ার আভাস পাওয়া গিয়েছিল। কিন্তু কার্যত কিছুই হল না। মাঝপথে পশ্চিমী ঝঞ্জা এসে শীত হাইজ্যাক করে নিয়ে গেল। ফলে মঙ্গলবার শীতের বদলে যেন ফাগুনের হালকা উষ্ণতা অনুভূত হয়। এমনকি বুধবার বড়দিনেও শীতের দেখা মেলেনি। এদিকে মঙ্গলবার রাত থেকেই টিপ টিপ বৃষ্টি পড়তে শুরু করে শহরতলিতে। বুধবারও ক্রিসমাসে আকাশ ছিল আংশিক মেঘলা। তবে ঝিরঝিরে বৃষ্টিতে ভিজল না মাথা, ভিজল না শহরের রাস্তা। বরং শীতের আশায় গায়ে সোয়েটার-জ্যাকেট চাপাতেই গরমে ঘাম ঝরল শরীর থেকে।

বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.৭ ডিগ্রি বেশি। মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। বুধবার শহরের আকাশ ছিল আংশিক মেঘলা। এদিন সকালে কলকাতায় কিছুটা কুয়াশা ছিল বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। চলতি সপ্তাহে রাজ্যের কয়েকটি জেলায় কুয়াশার জন্য সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর। বড়দিনে উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যায়। বৃহস্পতিবার কুয়াশাচ্ছন্ন থাকতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহ। দক্ষিণে বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। যদিও বড়দিনের সকালে দক্ষিণের কয়েকটি এলাকায় ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে কলকাতার একাধিক জায়গাতেও। দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়লে কুয়াশার মেঘ কেটেছে।

মঙ্গলবার আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্জার জেরে রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশ করতে পারছে না। ফলে উত্তরবঙ্গ বাদে শীত আপাতত অধরাই থেকে যাচ্ছে বঙ্গবাসীর কাছে। তবে আবহাওয়াবিদরা মনে করছেন, শুক্রবারের পর ফের দক্ষিণবঙ্গে শীতের দেখা মিলতে পারে।


এদিকে হিমালয় পর্বত অধ্যুষিত এলাকা হওয়ায় উত্তরবঙ্গে শীতের আমেজ অব্যাহত। চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবার দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া কালিম্পঙে ৮.৯ ডিগ্রি, শিলিগুড়িতে ১১ ডিগ্রি এবং ডুয়ার্সে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস।