• facebook
  • twitter
Friday, 20 September, 2024

পুজোর আগেই ফের চালু হচ্ছে ডুয়ার্সের জঙ্গল সাফারি

তিনি বলেন, 'গরুমারা ন্যাশনাল পার্কের অধীনে চলা জিপসিগুলির কাগজপত্র আমরা নিয়মিত পরীক্ষা করি। ১৬ সেপ্টেম্বর জঙ্গল খুলছে, তার আগে সব দিক দেখে নিয়েছি এবং মালিকদেরও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।'

বাঙালী মানেই পুজোর গন্তব্য হয় পাহাড় না হয় সমুদ্র। সেই তালিকায় ডুয়ার্সের অভয়ারণ্য আছে। এবার পুজোর আগেই সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যানগুলি খোলার প্রস্তুতি নিচ্ছে বন দপ্তর আধিকারিকেরা। বর্ষার জন্য তিন মাস বন্ধ থাকার পর আবার ১৬ সেপ্টেম্বর থেকে খোলা হবে জঙ্গল। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে গরুমারা জাতীয় উদ্যানের এডিএফও রাজিব দে সাফারি এবং অন্যান্য ব্যবস্থা খতিয়ে দেখেছেন।

বর্ষা শেষে ১৬ তারিখ থেকে আবার ডুয়ার্সের জাতীয় উদ্যানগুলোতে পর্যটকদের প্রবেশাধিকার মিলবে। গরুমারা জাতীয় উদ্যানের বিভিন্ন ওয়াচ টাওয়ারে জিপসি গাড়িতে পর্যটকদের ভ্রমণ করানো হয়। এবার পর্যটকরা উপভোগ করতে পারবেন কার সাফারি এবং হাতি সাফারি। মূর্তি বিট অফিসে জিপসি গাড়ির প্রয়োজনীয় যন্ত্রপাতি, লাইট এবং সিটের সুরক্ষা বিষয়গুলি খতিয়ে দেখা হয়েছে। এছাড়া হাতি সাফারির জন্য ব্যবহৃত কুনকি হাতিগুলির স্বাস্থ্যেরও পর্যবেক্ষণ করা হয়েছে।

গরুমারা, চাপরামারি সহ অন্যান্য জায়গার সুরক্ষা ও পর্যটকদের সেবার সব দিক দেখভাল করেছেন আধিকারিকরা। এডিএফও রাজিব দে নিজেই জিপসি গাড়িগুলির কাগজপত্র এবং নিরাপত্তার বিষয়গুলি খতিয়ে দেখেছেন। তিনি বলেন, ‘গরুমারা ন্যাশনাল পার্কের অধীনে চলা জিপসিগুলির কাগজপত্র আমরা নিয়মিত পরীক্ষা করি। ১৬ সেপ্টেম্বর জঙ্গল খুলছে, তার আগে সব দিক দেখে নিয়েছি এবং মালিকদেরও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’