• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

ডায়মন্ডহারবারে নেশার আসর, প্রতিবাদ করে গুলিবিদ্ধ ফুটবলার

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিন ধরেই রেল কলোনির মাঠে দিন নেই রাত নেই নেশার আসর চলত। বার বার প্রতিবাদ করেও কাজ হয়নি।

প্রকাশ্যে চলছিল মদ-গাঁজার আসর ডায়মন্ডহারবারে। প্রতিবাদ করতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ফুটবলার তথা স্থানীয় তৃণমূল কর্মী বিশাল খেয়ারি। শুক্রবার সন্ধ্যা এই ঘটনা ঘটেছে ডায়মন্ড হারবার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের রেল কলোনি মাঠে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিন ধরেই রেল কলোনির মাঠে দিন নেই রাত নেই নেশার আসর চলত। বার বার প্রতিবাদ করেও কাজ হয়নি।

এ নিয়ে পুলিশকে জানানো হলেও স্থানীয় প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। এদিন বিশাল কয়েকজন বন্ধুবান্ধবকে সেখানে নিয়ে গিয়ে প্রতিবাদ করতেই গুলি চলার ঘটনা ঘটে। বিশাল খেয়ারির ডান পায়ে গুলি লেগেছে।

যদিও বিজেপি এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হিসেবেই দেখতে চেয়েছে। তৃণমূল অবশ্য বলেছে, সমাজবিরোধীদের বিরুদ্ধে প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নেবে। ঘটনাস্থলে পৌঁছেছে বিরাট পুলিশ বাহিনী।

এই ঘটনায় অভিযুক্ত সৌরীশ দে, বুদ্ধদেব চিত্রকর ওরফে ডোঙা এবং রাজেশ পাণ্ডে নামে তিন যুবককে পুলিশ গ্রেফতার করেছে। ধৃত তিনজনও তৃণমুলের সক্রিয় কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বিশালকে ভর্তি করা হয়েছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে।