• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

ভবিষ্যতে স্বপ্ন পূরণের জন্য এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য

কলকাতা, ১ ফেব্রুয়ারী–  সম্প্রতি অন্যতম বিশ্বস্ত ব্যক্তিগত জীবন বীমাকারী কোম্পানি এসবিআই-এর উদ্যোগে কলকাতায় অনুষ্ঠিত হল স্পেল বি-এর ১৩ তম আঞ্চলিক সমাপনী  প্রতিযোগিতা “স্পেলমাস্টারস অফ ইন্ডিয়া ৷ এদিন দিল্লি পাবলিক স্কুলের ১২ বছর বয়েসী  ঋষিক চক্রবর্তী  দক্ষতার সঙ্গে এই প্রতিযোগিতাটি জিতেছে৷ তার অসামান্য বানান ক্ষমতা এবং বুদ্ধিবৃত্তিক দক্ষতার সঙ্গে ঋষিক এবার আগামী ২৪ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত গ্র্যান্ড

কলকাতা, ১ ফেব্রুয়ারী–  সম্প্রতি অন্যতম বিশ্বস্ত ব্যক্তিগত জীবন বীমাকারী কোম্পানি এসবিআই-এর উদ্যোগে কলকাতায় অনুষ্ঠিত হল স্পেল বি-এর ১৩ তম আঞ্চলিক সমাপনী  প্রতিযোগিতা “স্পেলমাস্টারস অফ ইন্ডিয়া ৷ এদিন দিল্লি পাবলিক স্কুলের ১২ বছর বয়েসী  ঋষিক চক্রবর্তী  দক্ষতার সঙ্গে এই প্রতিযোগিতাটি জিতেছে৷ তার অসামান্য বানান ক্ষমতা এবং বুদ্ধিবৃত্তিক দক্ষতার সঙ্গে ঋষিক এবার আগামী ২৪ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে অন্যান্য শহর থেকে সংক্ষিপ্ত তালিকাভুক্ত অংশগ্রহণকারীদের সঙ্গে তার দক্ষতার পরিচয় দেবে৷ ৷

এদিনের অনুষ্ঠানে কলকাতার ১২ টি স্কুলের ৪২০১ জন শিক্ষার্থীর মধ্যে বেঁচে নেওয়া ৪৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে৷ এই প্রতিযোগিতার উদ্দেশ্য কিশোর সমাজে শুধুমাত্র বানান দক্ষতা বাড়ানোই নয় বরং পঞ্চম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অমূল্য জীবন দক্ষতা বিকাশ এবং তাদের ভবিষ্যতে স্বপ্ন  পূরণের জন্য এগিয়ে যাওয়া ৷

জয়ন্ত পান্ডে, কলকাতা আঞ্চলিক পরিচালক তথা লাইফ ইন্সুরেন্সের অন্যান্য সম্মানিত ব্যক্তিদের উপস্থিতিতে ফাইনালের বিজয়ীকে সংবর্ধনা প্রদান করা হয় ৷
এসবিআইয়ের এই প্রতিযোগিতার উদেশ্য একাডেমিক উৎকর্ষের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা, সামগ্রিক বৃদ্ধিকে উৎসাহিত করা এবং অংশগ্রহণকারীদের মধ্যে আত্মবিশ্বাস ও জীবন দক্ষতা জাগানোও৷

রবীন্দ্র শর্মা, চিফ অফ ব্র্যান্ড কর্পোরেট কমিউনিকেশনস এবং সিএসআর এ বিষয়ে বলেন, যে কোনো দেশের জন্য, তাদের যুবসমাজ তাদের ভবিষ্যৎ যারা তাদের জাতির প্রগতিশীল বিকাশ তৈরি করার ক্ষমতা রাখে৷ আমরা তরুণদের তাদের পূর্ণ সম্ভাবনা উন্মোচন করার সুযোগ দিয়ে এই তরুণ প্রতিভাদের সর্বজনীনভাবে প্রশংসিত প্ল্যাটফর্মে স্বীকৃত হওয়ার পথও দিচ্ছি৷