• facebook
  • twitter
Sunday, 30 March, 2025

১৫ হাজার টাকা পর্যন্ত বেতন বাড়বে ডাক্তারদের

সোমবার কলকাতার আলিপুরে ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত চিকিৎসকদের সম্মেলনে এই বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের সব স্তরের চিকিৎসকদের বেতন বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ইন্টার্ন, হাউস স্টাফ থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট শিক্ষানবিশ ডাক্তারদের বেতন ১০ হাজার টাকা করে বৃদ্ধি করা হচ্ছে। পাশাপাশি সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন ১৫ হাজার টাকা করে বৃদ্ধি পাচ্ছে। তাঁদের আওতায় পড়ছেন ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্ট, স্নাতকোত্তর স্তরের (পোস্ট গ্র্যাজুয়েট) সিনিয়র রেসিডেন্ট এবং পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্ট ডাক্তারেরা।

সোমবার কলকাতার আলিপুরে ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত চিকিৎসকদের সম্মেলনে এই বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এ দিনের এই অনুষ্ঠান থেকে রাজ্য সরকারি হাসপাতালের ডাক্তারদের বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম বেঁধে দিয়েছেন তিনি।

সোমবার মুখ্যমন্ত্রী জানান, ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা বর্তমানে মাসে ৬৫ হাজার টাকা করে বেতন পান। তাঁদের বেতন বাড়িয়ে ৮০ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্নাতকোত্তর স্তরের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকা মাসে ৭০ হাজার টাকা করে পান। তাঁদের বেতন বৃদ্ধি পেয়ে হবে ৮৫ হাজার টাকা।  পাশাপাশি পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন মাসিক ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হবে। সম্মেলন থেকে মমতা জানিয়েছেন, সরকারি হাসপাতালের চিকিৎসকদের ন্যূনতম আট ঘণ্টা ডিউটি করতেই হবে। তারপর তাঁরা বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে রোগী দেখতে যেতে পারবেন।

আগে নিয়ম ছিল, সরকারি হাসপাতালের ২০ কিলোমিটারের বাইরে কোনও সরকারি হাসপাতালের চিকিৎসক রোগী দেখতে যেতে পারবেন না। মুখ্যমন্ত্রী এ দিন এই দূরত্বের সীমা বাড়িয়ে দিয়েছেন। ২০ কিলোমিটার থেকে বাড়িয়ে তা ৩০ কিলোমিটার করা হয়েছে। কিন্তু রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সতর্ক করে দিয়েছেন, যাতে সরকারি হাসপাতালে ৮ ঘণ্টার কম কোনও চিকিৎসক ডিউটি না করেন। মমতা আরও জানিয়েছেন, বিএমওএইচ–দের বিডিওর মতো ভাতা করা যাবে না। তবে তাঁদের মাসে ১৫ দিনের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, অবৈধ পুরুষ অভিবাসীদের আমেরিকা থেকে হাত–পা শেকল দিয়ে বেঁধে ভারতে পাঠানোর ঘটনায় ইতিমধ্যেই তোলপাড় দেশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনার সমালোচনা করেছেন। এ বার চিকিৎসকদের সম্মেলনেও এই প্রসঙ্গে উঠে এল। সর্বস্তরের চিকিৎসকদের বেতন বৃদ্ধির পরেই মুখ্যমন্ত্রী বিদেশে না যাওয়ার আর্জি জানিয়েছেন। তাঁর মতে, লোহার শেকল আর বেড়ি খুবই অসম্মানজনক।