• facebook
  • twitter
Monday, 7 October, 2024

বাংলার জুনিয়র চিকিৎসকদের পাশে দিল্লি এমসের চিকিৎসকেরা

বাংলার জুনিয়র চিকিৎসকদের সমর্থনে এবার পাশে দাঁড়ালেন দিল্লি এমসের চিকিৎসকেরাও। আগামী ৯ অক্টোবর  মোমবাতি মিছিল করবেন দিল্লি এমসের রেসিডেন্ট চিকিৎসকেরা। সেই দিনই আরজি করের ন্যায় বিচারের দাবিতে আন্দোলনের ২ মাসে পূর্ণ হবে। বুধবার সন্ধ্যা ৬টায় দিল্লির জওহরলাল নেহেরু প্রেক্ষাগৃহের সামনে থেকে শুরু হবে মোমবাতি মিছিল।

বাংলার জুনিয়র চিকিৎসকদের সমর্থনে এবার পাশে দাঁড়ালেন দিল্লি এমসের চিকিৎসকেরাও। আগামী ৯ অক্টোবর  মোমবাতি মিছিল করবেন দিল্লি এমসের রেসিডেন্ট চিকিৎসকেরা। সেই দিনই আরজি করের ন্যায় বিচারের দাবিতে আন্দোলনের ২ মাসে পূর্ণ হবে। বুধবার সন্ধ্যা ৬টায় দিল্লির জওহরলাল নেহেরু প্রেক্ষাগৃহের সামনে থেকে শুরু হবে মোমবাতি মিছিল।
 
গত ৯ আগস্ট আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে টানা কর্মবিরতি শুরু করেন রাজ্যের সব মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকেরা। সেই প্রতিবাদ, আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়ে গোটা দেশে। বাংলা ছাড়াও বিভিন্ন হাসপাতালে জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতি ঘোষণা করেন। দিল্লির এমসেও ১১ দিন ধরে চলে রেসিডেন্ট চিকিৎসকদের কর্মবিরতি। এরপর সুপ্রিম কোর্টের অনুরোধে কর্মবিরতি প্রত্যাহার করেন তাঁরা।

প্রায় দু’মাস অতিক্রান্ত হলেও আরজি করের তরুণী চিকিৎসকের বিচারের দাবিতে এবং পাশাপাশি হাসপাতালের পরিকাঠামো এবং চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে টানা আন্দোলনের পথে বাংলার জুনিয়র চিকিৎসকরা। দুই দফায় কর্মবিরতির পর এবার আমরণ অনশন শুরু করেছেন তাঁরা । দিল্লি এমস-এর রেসিডেন্ট চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁরা নির্যাতিতার বিচারের দাবিতে অনশনরত জুনিয়রদের পাশে রয়েছেন। জুনিয়রদের এই সাহসী সিদ্ধান্তকেও কুর্নিশ জানিয়েছেন তাঁরা ।