• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

বনগাঁ-শিয়ালদহ শাখায় ব্যাহত ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বৃহস্পতিবার সাত সকালে যাত্রীদের চরম ভোগান্তি৷ বনগাঁ-শিয়ালদহ শাখায় সিগন্যালিংয়ের গোলযোগের জেরে ব্যাহত হয়ে যায় ট্রেন চলাচল৷ সকাল সাড়ে ৭ টার পর বনগাঁ থেকে শিয়ালদহের উদ্দেশ্যে ট্রেন ছাড়া বন্ধ হয়ে যায় বলে খবর৷ ঘন্টাখানেক পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়৷ চূড়ান্ত সমস্যার সম্মুখীন হন অফিস যাত্রীরা৷ একে সকাল থেকে অবিরাম বৃষ্টি, তার ওপর ট্রেন

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বৃহস্পতিবার সাত সকালে যাত্রীদের চরম ভোগান্তি৷ বনগাঁ-শিয়ালদহ শাখায় সিগন্যালিংয়ের গোলযোগের জেরে ব্যাহত হয়ে যায় ট্রেন চলাচল৷ সকাল সাড়ে ৭ টার পর বনগাঁ থেকে শিয়ালদহের উদ্দেশ্যে ট্রেন ছাড়া বন্ধ হয়ে যায় বলে খবর৷ ঘন্টাখানেক পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়৷ চূড়ান্ত সমস্যার সম্মুখীন হন অফিস যাত্রীরা৷

একে সকাল থেকে অবিরাম বৃষ্টি, তার ওপর ট্রেন চলাচলে বিপত্তি। বৃহস্পতিবার সকালে চূড়ান্ত ভোগান্তিতে কাটে বনগাঁ-শিয়ালদহ শাখার যাত্রীদের৷ সকাল সাড় ৭ টার পর থেকে ডাউন লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়৷ ফলে অফিস বা কর্মস্থলে যাওয়া যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েন৷ এক নিত্য যাত্রী বলেন, ‘সকাল সাডে় ৯টার মধ্যে অফিসে ঢুকতে হয়৷ ট্রেনের এই সমস্যার জন্য সময়ে পৌঁছতে পারব না৷ এই ধরনের সমস্যা হলে মুশকিল৷’ আরেক যাত্রী বলেন, ‘ট্রেনের এই সমস্যার জন্য সময়ে অফিসে পৌঁছতে পারব না৷ একদিনের বেতন বাদ যেতে পারে৷’

এবিষয়ে রেলের তরফে জানানো হয়, সিগন্যালিংয়ের সমস্যার কারণেই এই বিপত্তি৷ অবশেষে, বৃহস্পতিবার বেলা সাডে় ১১টা নাগাদ ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়৷ তবে বেশ কিছুক্ষণ ধীর গতিতে ট্রেন চলতে থাকে।