বিজেপি ছেড়ে তৃণমূলে যােগ দিয়েছেন আসানসােলের সাংসদ বাবুল সুপ্রিয়। বিভিন্ন দলের বহু নেতাই শাসক শিবিরে যােগ দিতে পারেন বলেই জল্পনা। তারই মাঝে অধীর চৌধুরীর দলবদলের জল্পনা উসকে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘােষ। বিজেপিতে যােগদানের পরামর্শও দিলেন তিনি।
আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। সেখানে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির হয়ে লড়ছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল, সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। ভবানীপুর ছাড়াও ওইদিন মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভায় ভােট। তার প্রচার করবেন বিজেপির নয়া সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘােষ।
প্রচার শুরুর আগে বহরমপুর রেল স্টেশনে সাংবাদিকদের মুখােমুখি হয়ে অধীর চৌধুরীর দলবদলের জল্পনা উসকে দেন তিনি। বলেন, অধীর চৌধুরী বেন্ত জাহাজ ছেড়ে যেতে চাইছেন। কিন্তু তিনি যেখানে যেতে চাইছেন সেটাও ফুটো হয়ে গিয়েছে। এখন তাঁর কাছে একটাই ভরসা ভারতীয় জনতা পার্টি।
প্রসঙ্গত, বুধবার সকালে ভবানীপুরের ৭৩ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরােয় বিজেপি। প্রিয়াঙ্কার হয়ে প্রচারে বেরােন বিজেপির নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতাে, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী।
কোভিডবিধি লঙ্ঘনের অভিযােগ তুলে প্রচারে বাধা দেয় পুলিশ। তার জেরে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বিজেপি নেতৃত্ব। সেই ঘটনা প্রসঙ্গেই মুখ খুললেন দিলীপ ঘােষ। তাঁর দাবি, প্রিয়াঙ্কাকে ঢুকতে দেওয়া হচ্ছে না সেখানে। ফলে বােঝা যাচ্ছে ভয় পেয়েছে তৃণমূল।