• facebook
  • twitter
Sunday, 13 April, 2025

ঢেউ সাগর পার্ক ভাঙার নির্দেশে স্থগিতাদেশ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘ঢেউ সাগর’। দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ২০২০ সালে এই প্রকল্পের কাজ শুরু করেছিল।

কলকাতা হাইকোর্ট। ফাইল চিত্র।

নিউ দিঘার ঢেউ সাগর পার্ক এখনই ভাঙা হবে না। নতুন করে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। চলতি বছরের জানুয়ারি মাসে জাতীয় পরিবেশ আদালত নির্দেশ দিয়েছিল, উপকূল বিধি ভাঙার কারণে ৩ মাসের মধ্যে দিঘার ঢেউ সাগর পার্কের অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হবে এবং এলাকাটিকে পূর্বের অবস্থায় পুনরুদ্ধার করতে হবে। এবার আগামী ৩০ জুন পর্যন্ত ওই আদেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘ঢেউ সাগর’। দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ২০২০ সালে এই প্রকল্পের কাজ শুরু করেছিল। কিন্তু ভারতের জাতীয় পরিবেশ আদালতের পূর্বাঞ্চলীয় বেঞ্চ জানায়, এই প্রকল্পটির বাস্তবায়নের ক্ষেত্রে উপকূলীয় নিয়ন্ত্রণ এলাকা আইন লঙ্ঘন হয়েছে। সেক্ষেত্রে ‘ঢেউ সাগর’ প্রকল্পসহ মন্দারমনির অনেকগুলি হোটেল ভেঙে ফেলতে হবে। এরপরই উপকূলীয় নিয়ন্ত্রণ অঞ্চলের সীমা সংক্রান্ত ভ্রান্তির বিষয়টি তুলে জাতীয় পরিবেশ আদালতের আদেশ বিবেচনা করে দেখার জন্য রাজ্য হাইকোর্টের কাছে আবেদন জানিয়েছিল। বিচারপতি অমৃতা সিনহা ওই আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন।