মালদহে তৃণমূল নেতা খুনে তদন্তে ডিজি

ফাইল চিত্র

মালদহে কয়েক দিনের ব্যবধানে দুই তৃণমূল নেতার খুনে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে শুক্রবার সকালে মালদহে পৌঁছান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি পুলিশ সুপার ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। পরে নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের স্ত্রীর সঙ্গে দেখা করেন এবং আশ্বস্ত করেন যে, তদন্ত সুষ্ঠুভাবে চলছে।

ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল ওরফে বাবলা সরকার এবং হাসা শেখের খুনের পাশাপাশি বকুল শেখকে হত্যার চেষ্টার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে, দুলাল সরকারের খুনের ঘটনায় দলেরই এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, হাসা শেখের খুন ও বকুল শেখকে হত্যার চেষ্টার পেছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব উঠে এসেছে।

ডিজি রাজীব কুমার দুলাল সরকারের স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং জানান, পুলিশ সুপারের নেতৃত্বে তদন্ত এগোচ্ছে। তিনি বলেন, ঘটনার সব দিকই খতিয়ে দেখা হচ্ছে এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে।


উল্লেখ্য, গত ২ জানুয়ারি, দুলাল সরকার নিজের কারখানায় যাওয়ার সময় পাইপলাইন মোড়ে গাড়ি থেকে নামতেই তাঁকে ধাওয়া করে চার দুষ্কৃতী। বাইকে আসা দুষ্কৃতীরা তাঁকে গুলি করে। কাউন্সিলর বাঁচতে একটি দোকানে ঢোকেন, কিন্তু দুষ্কৃতীরা সেখানেও ঢুকে ৪ রাউন্ড গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় দুলাল সরকারের। এই ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।