নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের বৈঠকের আগে অশান্তি। কে যোগ্য, কেই বা অযোগ্য? মমতার বৈঠকে ঢুকবেন কারা? এই নিয়ে ঝামেলার সূত্রপাত। নবান্ন থেকে যে ‘পাস’ দেওয়া হয়েছে বলে চাকরিপ্রার্থীদের দাবি, তাতে লেখা ‘আমরা যোগ্য’। চাকরিহারাদের বক্তব্য, মামলাকারীদের এই পাসের বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। এ ছাড়া, ওএমআর শিট দেখে ‘ঠিক করা হয়েছে’ কারা যোগ্য। তাঁরাই পাস পেয়েছেন।
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী চাকরিহারাদের বৈঠকের জন্য আহ্বান জানান। তবে পরবর্তীতে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ স্পষ্ট করে দেন, এই বৈঠকে শুধুমাত্র যোগ দিতে যোগ্যরাই। ‘চিহ্নিত অযোগ্যদের’ গেট পাস দেওয়া হবে না। কিন্তু সোমবার সাতসকালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে হাজির হন সেই ‘চিহ্নিতরা অযোগ্যরা’। তাতেই ক্ষেপে যান যোগ্য চাকরিহারারা।
আদালত দ্বারা ‘চিহ্নিত অযোগ্যদের’ একাংশের দাবি, ‘গেট পাসের কোনও সিস্টেম নেই। মুখ্যমন্ত্রী নিজে সাংবাদিক বৈঠক করে আমাদের ডেকেছেন।’ চাকরিহারাদের একাংশের অভিযোগ, টাকার বিনিময়ে পাসও বিক্রি করা হয়েছে। যোগ্যদের বঞ্চিত করে ওই পাস দেওয়া হয়েছে অযোগ্যদের। এ নিয়ে পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন চাকরিহারাদের একাংশ। যোগ্য হিসেবে দাবি করা চাকরিহারাদের একাংশের অভিযোগ, বৈঠক বানচাল করে দেওয়ার চেষ্টা হচ্ছে।
মমতার সঙ্গে বৈঠকে যোগ দিতে অনেকে ওএমআর শিট নিয়ে এসেছেন। এসএসসির ওয়েবসাইট থেকেই সেই উত্তরপত্র ডাউনলোড করা হয়েছে বলে দাবি। দু’পক্ষের বচসা সামাল দিতে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছেন পুলিশকর্মীরা। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানান, যাঁদের কাছে ‘পাস’ আছে, তাঁদের অন্য গেট দিয়ে প্রবেশের বন্দোবস্ত করা হয়েছে। যাঁদের কাছে ‘পাস’ নেই, তাঁদের শান্ত হয়ে দাঁড়াতে বলা হয়েছে। তাঁদের জন্য কী বিকল্প ব্যবস্থা করা হয়, তা দেখা হচ্ছে।