রাজ্যে ডেঙ্গির দাপট, গত এক সপ্তাহে আক্রান্ত হাজারের বেশি

প্রতীকী ছবি।

বছরের শেষে রাজ্যে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই এ বছর রাজ্যে ৩০ হাজারের বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন। গত এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৬ জন। স্বাস্থ্য দপ্তরের একটি রেকর্ড অনুযায়ী এই তথ্য সামনে এসেছে। এর জেরে চিন্তায় রয়েছে প্রশাসন।

স্বাস্থ্য দপ্তরের রেকর্ড অনুযায়ী, ডিসেম্বর মাসের ২ তারিখ পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ২৯ হাজার ৫২২। গত এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৬ জন। সরকারি হাসপাতালে পরীক্ষা করিয়ে ডেঙ্গি পজিটিভ হয়েছেন ২৩ হাজার ৮৪ জন। বেসরকারি হাসপাতাল ও ল্যাবরেটরি থেকে পরীক্ষা করিয়ে ৬ হাজার ৪৩৮ জনের ডেঙ্গি ধরা পড়েছে।

ডেঙ্গির পাশাপাশি চিকুনগুনিয়াতে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। সম্প্রতি মুর্শিদাবাদ, মালদা জেলায় এই রোগ নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। এই দুই মারণ রোগের মোকাবিলায় মশা মারতে ও তাদের বংশবৃদ্ধি রুখতে পথে নেমেছে প্রশাসন। এছাড়াও মানুষের সচেতনতা বৃদ্ধির উপরেও জোর দেওয়া হয়েছে।


প্রশাসনের তরফে মাইকে প্রচার চালানো হচ্ছে। বাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখার অনুরোধ করছেন পৌরকর্মীরা। এছাড়াও মশারি ব্যবহার, যতটা সম্ভব হাত–পা ঢাকা জামাকাপড় পরার পরামর্শ দেওয়া হচ্ছে। এ বছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা গতবারের তুলনায় কম। কিন্তু কয়েকটি জায়গায় সংক্রমণের পরিমাণ বেড়েছে। তাই জ্বর হলেই রক্ত পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

পাশাপাশি, ডেঙ্গির নতুন উপসর্গ নিয়ে চিন্তিত সকলে। এর পোশাকি নাম মাল্টিসিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রোম। চিকিৎসকদের দাবি, ডেঙ্গি আক্রান্ত হওয়ার পর অনেকের ফুসফুসে প্রভাব পড়ছে, দেখা দিচ্ছে শ্বাসকষ্ট। শরীরে কমছে অক্সিজেনের মাত্রা, যার প্রভাব পড়ছে হৃদযন্ত্রে, কমছে রক্তচাপ, মস্তিষ্কে দেখা দিচ্ছে এনসেফেলাইটিসের উপসর্গ। এর সঙ্গেই দেখা যাচ্ছে তলপেটে ব্যথা, বমি, ডায়েরিয়া ও দুর্বলতার মতো উপসর্গ।