বিহারের পর এবার বাংলা। কেন্দ্রীয় সরকারের ‘অগ্নিবীর’ প্রকল্প নিয়ে বিক্ষোভ হাওড়া তে। হাওড়ার গুলমোহর থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। তবে মিছিল হাওড়া ব্রিজের কাছে এলে পুলিশ তাদের পথ আটকায়।
এরপরই রাস্তায় বসে পড়ে বিক্ষোভকারীরা। সেনা বাহিনীতে কাজ করার সুবিধা তুলে দেওয়ার অভিযোগ করে বিক্ষোভকারীরা আজকে মিছিল করে।
তাদের অভিযোগ কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে সেনা বাহিনীতে পেনশন ও কাজ করার সময় সীমা কমিয়ে দেওয়া হচ্ছে। যেখানে সাংসদ ও বিধায়কদের পেনশন বাড়লেও হাত দেওয়া হচ্ছে সেনাবাহিনীর সুবিধা ব্যবস্থায়।
হাতে ভারতের জাতীয় পতাকা নিয়ে তারা মিছিলে অংশ নেয়। এরপর পুলিশ তাদেরকে হাওড়া সেতুর হাটা পথে নিয়ে যায়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী রিষড়ার বাসিন্দা শুভম ঝাঁ অভিযোগ করে বলেন করোনার জন্য দু বছর নিয়োগ বন্ধ ছিল।
এতে যাদের দু বছর নষ্ট হয়েছে। যাদের বয়স উত্তীর্ণ হয়ে গেছে তাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার কথা ভাবেনি কেন্দ্রীয় সরকার।
এবার নতুন করে এই অগ্নি বীরের মাধ্যমে কাজ করার জন্য ৬ বছর রেখেছে এটা ঠিক সিদ্ধান্ত নয় বলেই দাবি করেন তিনি।
সেনাবাহিনীতে ভর্তির আগে এনসিসিতেই তিন বছর লেগে যায়। ষোলোশো মিটার দৌড় শেষ করতে অনেক দিন সময় লাগে। তাই তারা চান সরকার এই বিষয়গুলোকে নিয়ে ভাবুক এবং সিদ্ধান্ত পরিবর্তন করুক।