মায়াপুর ইসকনে চলছে দীপদান অনুষ্ঠান। ইসকনের প্রধান কেন্দ্র শ্রীমায়াপুর চন্দ্রোদয় মন্দির এবং বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে লক্ষ্মী পূর্ণিমার দিন অর্থাৎ, ১৭ অক্টোবর দীপদান অনুষ্ঠান শুরু হয়েছে। আগামী ১৫ নভেম্বর রাস পূর্ণিমা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে।
একমাস ব্যাপী এই অনুষ্ঠানে জাতি-ধর্ম-বর্ন নির্বিশেষে সকলে সম্পূর্ণ বিনামূল্যে দীপদান করতে পারবেন। প্রতিদিন ৭ টা থেকে রাত ৮টা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। একই সঙ্গে চলবে দামোদরাষ্টকম স্তোত্র পাঠ। দেশ-বিদেশের হাজার হাজার মানুষ প্রতি বছরই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক লাইনের ব্যবস্থা করা হয়। এই অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়।
মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানিয়েছেন, ভগবানের প্রীতি লাভের জন্য দীপদান করা হয়। দীপদান আলোর উৎসব, আনন্দের উৎসব, অন্ধকার দূরীভূত করার উৎসব, মহামিলনের উৎসব। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।