রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেবাঞ্জন দেবের নিরাপত্তারক্ষী অরবিন্দ বৈদ্যের দেখিয়ে তুলেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনি অভিযােগ করেছিলেন, রাজ্যপালের প্রতারকের দেহরক্ষীর যােগ আছে সেই সঙ্গে খাম-টামাও যায় এমনও অভিযােগ তোলা হয়েছিল।
এরপরই বৃহস্পতিবার রাতে অরবিন্দকে পুলিশ গ্রেফতার করে। কসবা ভুয়াে টিকাকাণ্ডে কলঙ্কিত নায়ক দেবাঞ্জন তার দেহরক্ষীকেও বেআইনি নিয়ােগপত্র দিয়েছিলেন। অরবিন্দের কার্যকলাপ পুলিশের সন্দেহ জাগায়।
কারণ বােন যে ভুয়াে কাজকর্ম করত, তা অরবিন্দ প্রথম জানলেও পরে জেনে যাওয়ার পরও পুলিশের দ্বারস্থ হয়নি। এছাড়া অরবিন্দকে জিজ্ঞাসা করে বেশ কিছু অসঙ্গতি পায় পুলিশ। ফলে অরবিন্দকে গ্রেফতার করে পুলিশ।