• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

কর্মরত অবস্থায় জওয়ানের মৃত্যু

কর্মরত অবস্থায় শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হল বিএসএফ জওয়ানের। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জম্মু কাশ্মীর এলাকায় কর্মরত অবস্থায় ছিলেন।

প্রতিকি ছবি (Photo: iStock)

কর্মরত অবস্থায় শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই বিএসএফ জওয়ান। জম্মু কাশ্মীর এলাকায় কর্মরত অবস্থায় ছিলেন।

১৭৩ নং ব্যাটেলিয়ানের এএসআই ছিলেন চুনারাম কিস্কু ( ৫৫ )। শনিবার সকালে তাঁর গ্রামের বাড়ি ঝাড়গ্রাম জেলার গােপীবল্লভপুর ব্লকের বাহাগেড়িয়া গ্রামে পৌঁছাল তাঁর কফিনবন্দি মৃতদেহ।

Advertisement

বিএসএফের কর্মীরা এদিন তাঁর মৃতদেহ পৌঁছে দেন তাঁর গ্রামের বাড়িতে। বাড়িতে মৃত জওয়ানের স্ত্রী, দুই মেয়ে সহ একটি ছেলেও রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে গান স্যালুটের মধ্য দিয়ে গ্রামের বাড়িতেই তাঁকে শেষ শ্রদ্ধা জানানাে হয়। বিএসএফ জওয়ানের মৃত্যুতে শােকাহত এলাকার বাসিন্দারা।

Advertisement

Advertisement