• facebook
  • twitter
Saturday, 9 November, 2024

উত্তরবঙ্গ মেডিক্যালে চাপের মুখে পদত্যাগ ডিন ও সহকারী ডিনের

বিক্ষোভের মুখে পড়ে পদত্যাগ করলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত ও সহকারী ডিন সুদীপ্ত শীল।

বিক্ষোভের মুখে পড়ে পদত্যাগ করলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত ও সহকারী ডিন সুদীপ্ত শীল। এরপরই পড়ুয়াদের তোলা অভিযোগ খতিয়ে দেখতে হাসপাতালের সুপার সঞ্জয় কুমার মল্লিকের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা। বুধবার টানা প্রায় ৬ ঘণ্টা বিক্ষোভের পর চাপের মুখে পদত্যাগ করেন হাসপাতালের ডিন ও সহকারী ডিন।

উল্লেখ্য, কলেজের বিভিন্ন দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে বুধবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ দেখান চিকিৎসক–পড়ুয়ারা। বিক্ষোভকারীদের অভিযোগ ছিল, টিএমসিপি ইউনিটের নামে হুমকি দেওয়া হচ্ছে এবং তোলাবাজি করা হচ্ছে। অবিলম্বে এই টিএমসিপি ইউনিট ভেঙে দেওয়ার দাবিও ওঠে।

পাশাপাশি শাহিন সরকার ও সোহম মণ্ডল নামে ২ জন হাউস স্টাফকে বহিষ্কার করার দাবি তোলেন বিক্ষোভকারীরা। আরজি কর কাণ্ডের পর আতসকাচের তলায় থাকা চিকিৎসক অভীক দে–র বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ জানানো হয়। তাঁর কথাতেই অনেক অধ্যাপক চলতেন বলে অভিযোগ। এমনকী পরীক্ষার হলে অবাধে চলত গণ টোকাটুকি। পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের কথায় পরীক্ষার নম্বরে কারচুপি করার অভিযোগ উঠেছে ডিনের বিরুদ্ধে।

ছাত্র বিক্ষোভের জেরে একের পর এক অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসে কলেজ কর্তৃপক্ষ। চাপের মুখে পদত্যাগ করেন ডিন সন্দীপ সেনগুপ্ত। ইস্তফা দেন সহকারী ডিন সুদীপ্ত শীলও। এরপর পড়ুয়াদের অভিযোগগুলি তদন্ত করে দেখতে একটি ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটিতে রয়েছেন সুপার সঞ্জয় কুমার মল্লিক, প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান বিদ্যু‍ৎকৃষ্ণ গোস্বামী, ফার্মাকোলজির বিভাগীয় প্রধান অনুপমনাথ গুপ্ত, ইএনটির অ্যাসোসিয়েট প্রফেসর রাধেশ্যাম মাহাতো ও গাইনি বিভাগের বিভাগীয় প্রধান গৌতম মুখোপাধ্যায়।