মালদা, ১১ জানুয়ারি: চাঁচলে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই কালিয়াচকে ফের ডাকাতি। এখানকার বৈষ্ণবনগর থানার সাহাবানচক গ্রাম পঞ্চায়েতের পূর্ব বেদরাবাদ এলাকায় এক স্কুল শিক্ষকের বাড়িতে এই ডাকাতির ঘটনাটি ঘটে। জানালার গ্রিল ভেঙে ভিতরে ঢুকে দুষ্কৃতীরা এই ডাকাতি করে। এরপর স্কুল শিক্ষক সহ পরিবারের সদস্যদের বেঁধে রেখে চলে লুটপাট চালায়।
জানা যায়, ওই স্কুল শিক্ষকের নাম মোহাম্মদ উজির হোসেন। তিনি একটি স্কুলের কর্ণধার। প্রায় এক ঘন্টা ধরে তাঁর বাড়িতে তাণ্ডব চালায়। ১৫ থেকে ২০ ভরি সোনা এবং নগদ ৩০ থেকে ৩৫ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। তবে দুষ্কৃতীদের মুখ বাঁধা থাকাই কাউকে চিনতে পারেন নি বাড়ির সদস্যরা। আজ সকালে ঘটনাস্থলে পৌঁছয় বৈষ্ণবনগর থানার পুলিশ।
উল্লেখ্য, একই কায়দায় গত একমাস আগে মালদার ইংলিশ বাজারের লক্ষ্মীপুর এলাকায় জানালার গ্রিল ভেঙে ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ এখনও অবধি কাউকে গ্রেপ্তার করতে পারেনি। দুটি ঘটনাতেই একই দল এই কাজ করেছে বলে তদন্তকারীদের ধারণা। ঘটনায় ভিন রাজ্যের দুষ্কৃতীরা জড়িত থাকতে পারে বলেও পুলিশের প্রাথমিক অনুমান।