রাজ্যপালের কাছে দরবার মান্নানের, ভোটের ডিউটিতে এবার সিভিক ভলেন্টিয়ারে আপত্তি

বিরােধী দলনেতা আব্দুল মান্নান (ছবি: SNS Web)

একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাসক সরকারের ওপর চাপ বাড়াতে তৎপর হল কংগ্রেস। সােমবার রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করে নির্বাচন সুষ্ঠুভাবে করতে একাধিক পদক্ষেপ নেওয়ার কথা বললেন বিরােধী দলনেতা আব্দুল মান্নান।

এদিন তিনি আবেদন করেন ভােটের ডিউটিতে কোনওভাবেই যাতে সিভিক ভলান্টিয়াররে থাকতে না দেওয়া হয়। এজন্য নির্বাচন কমিশনকে সক্রিয় পদক্ষেপ নিতে হবে। রাজ্যে ক্ষমতায় আসার পরে সিভিক ভলান্টিয়ারদের নিয়ােগ করেছিল তৃণমূল সরকার। একুশের বিধানসভা নির্বাচনে বুথ পাহারার দায়িত্ব পেলে তারা শাসক সরকারের হয়ে কাজ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আব্দুল মান্নান।

এদিন বিরােধী দলনেতা যেসব আবেদন রেখেছিলেন রাজ্যপালের কাছে , তা নিয়ে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ধনকড়ের টুইট থেকে জানা গিয়েছে, মান্নানের দাবি রাজ্যে যেসব আধিকারিকদের সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন তাদেরকে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রেখেছে তৃণমূল সরকার।


পাশাপাশি রাজ্যের এডিজি ( আইন শৃঙ্খলা ) পদাধিকারীর বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযােগ এনেছেন মান্নান। প্রসঙ্গত রাজ্যপাল জগজীপ ধনকড় নিজেও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযােগ এনেছেন একাধিকবার বলেছেন প্রশাসন যদি পক্ষপাতদুষ্ট হয়, তাহলে গণতন্ত্রের মহাবিপদ।