• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মুখ্যমন্ত্রীকে চিঠি দিতে গিয়ে বিপাকে তৃণমূল কাউন্সিলর

বিকেলে তাঁর কনভয় যখন হুগলির ডানকুনি টোল প্লাজা পেরোয়, ঠিক তখনই ডানকুনির ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ গঙ্গোপাধ্যায় নিরাপত্তা-বলয় পার করে পৌঁছে যান মুখ্যমন্ত্রীর গাড়ির কাছে।

নিরাপত্তার বেড়াজাল টপকে মুখ্যমন্ত্রীর হাতে খাম দিতে গিয়েই বিপত্তি। থানায় যেতে হল তৃণমূলের এক কাউন্সিলরকে। মঙ্গলবার বীরভূমের প্রশাসনিক বৈঠক সেরে সড়কপথে কলকাতায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে তাঁর কনভয় যখন হুগলির ডানকুনি টোল প্লাজা পেরোয়, ঠিক তখনই ডানকুনির ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ গঙ্গোপাধ্যায় নিরাপত্তা-বলয় পার করে পৌঁছে যান মুখ্যমন্ত্রীর গাড়ির কাছে। মুখ্যমন্ত্রী বসেছিলেন গাড়ির চালকের ঠিক পাশের আসনেই। হাত বাড়িয়ে একটি খাম মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে দেন ওই কাউন্সিলর। কিন্তু মুখ্যমন্ত্রী সেই খামটি হাতে নেননি। বরং ইশারা করে তাঁকে পিছনের দিকে যেতে বলেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। মমতার কনভয় চলে যাওয়ার পরই নিয়ম ভাঙার অভিযোগে তৃণমূল কাউন্সিলর শুভজিৎ গঙ্গোপাধ্যায়কে থানায় নিয়ে যাওয়া হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কী কারণে তিনি নিরাপত্তাবলয় টপকে একেবারে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। এছাড়াও ওই খামের মধ্যে কী ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে।