বুধবার বিধানসভার দ্বিতীয়ার্ধে বামফ্রন্ট এবং কংগ্রেস উভয় বিরােধীদলের বক্তব্যেই ছিল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মিটিয়ে দেওয়া নিয়ে আর্জি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জবাবী ভাষণে বলেন, যষ্ঠ বেতন কমিশনের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই রিপাের্ট পাওয়ার পরই রাজ্য সরকারি কর্মচারীদের বেতন মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।
বকেয়া মহার্ঘভাতা নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে সরকারি কর্মচারীরা। প্রথমে তৃণমূল সরকারি কর্মচারী ফেডারেশন তেমন সােচ্চার না হলেও শেষবার বেতন কমিশনের মেয়াদবৃদ্ধির পর তারাও এই আন্দোলনে যােগ দিয়েছে। এমনকী লােকসভা নির্বাচনে যে এই সরকারি কর্মচারীদের ক্ষোভ রয়েছে সেকথা স্বীকার করে নিয়েছেন শুভেন্দু অধিকারীও।
মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় বলেন, ইতিমধ্যে আমরা ১২৩ শতাংশ মহার্ঘভাতা মিটিয়ে দিয়েছে। যষ্ঠ বেতন কমিশনের রিপাের্ট পেলে আগামী দু-তিন মাসের মধ্যেই মহার্ঘভাতা বাড়িয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হবে।