মুখ্যমন্ত্রীর নাম-ছবি ব্যবহার করে সাইবার প্রতারণা, তদন্তে পুলিশ

প্রতীকী চিত্র

কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের নাম ও ছবি ব্যবহার করে সাইবার প্রতারণার পর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ও ছবি দিয়ে জালিয়াতির অভিযোগ উঠল। বালুরঘাটে এই ঘটনায় ইতিমধ্যেই সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ দায়ের হয়েছে। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্টকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। পোস্টে বলা হয়েছে, “প্রিয় বোনেরা, সুদ ছাড়াই ৪০ হাজার টাকা পাবেন। প্রতি মাসে মাত্র ৫৫৯ টাকা।” এর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সংযুক্ত করা হয়েছে। পোস্টটি এমনভাবে তৈরি যে, প্রথম দেখাতেই এটি সরকারি প্রকল্পের বিজ্ঞাপন বলে মনে হতে পারে।

তবে, আসল উদ্দেশ্য আরও গভীর। পোস্টে দেওয়া ক্লিক বাটনে চাপ দিলে একটি অ্যাপ ডাউনলোড করার নির্দেশ দেওয়া হয়। এরপরই ঋণ নেওয়ার প্রক্রিয়া শুরু করার কথাও উল্লেখ করা হয়েছে। সাইবার বিশেষজ্ঞদের মতে, এই ধরনের অ্যাপ ডাউনলোড করলে ব্যক্তিগত তথ্য চুরি বা আর্থিক প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিষয়টি জানার পর মঙ্গলবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেতা মফিজউদ্দিন মিঞা তৎক্ষণাৎ পুলিশের কাছে অভিযোগ জানান। পুলিশ জানিয়েছে, অপরাধীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।


সাইবার বিশেষজ্ঞরা সাধারণ মানুষকে এই ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। পুলিশের তরফে জানানো হয়েছে, কেউ সন্দেহজনক কোনও পোস্ট বা অ্যাপের মুখোমুখি হলে তা তৎক্ষণাৎ জানাতে হবে।