• facebook
  • twitter
Tuesday, 24 September, 2024

বাম শিবিরের ‘কলকাতা চলো’ অভিযানের প্রস্তুতি সভা

মঙ্গলবার হুগলির হরিপালের হরায় অনুষ্ঠিত হল ‘কলকাতা চলো’ অভিযানের প্রস্তুতি ও প্রচার সভা।

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (Photo - IANS)

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। এই নৃশংস ঘটনার প্রতিবাদে বাংলা সাক্ষী থেকেছে একাধিক আন্দোলন, বিক্ষোভ, রাত দখলের। বিক্ষোভের আঁচ পৌঁছে গিয়েছে রাজ্য ছেড়ে দেশেও। এবার দোষীদের কড়া শাস্তির দাবিতে আগামী ২৬ সেপ্টেম্বর বামপন্থী ছাত্র যুব মহিলাদের তরফে ‘কলকাতা চলো’ অভিযানের ডাক। তার আগে মঙ্গলবার হুগলির হরিপালের হরায় অনুষ্ঠিত হল ‘কলকাতা চলো’ অভিযানের প্রস্তুতি ও প্রচার সভা। এই সভা থেকে বাম নেতা বিপ্লব মৈত্র বলেন, যতদিন না পর্যন্ত আরজি কর-কাণ্ডের অপরাধীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা হচ্ছে, ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। তিনি পশ্চিমবঙ্গের নারী-স্বাধীনতা এবং নিরাপত্তা সুনিশ্চিত করার পক্ষে সওয়াল করেন। আরজি কর-কাণ্ডের অপরাধীদের শীঘ্রই গ্রেফতার ও শাস্তির দাবিতে আগামী ২৬ সেপ্টেম্বর কলকাতায় বামপন্থী ছাত্র যুব মহিলাদের তরফে মহা মিছিল অনুষ্ঠিত হবে। সাধারণ মানুষকে সেই আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান বিপ্লব মৈত্র। ওই প্রচার সভায় বক্তব্য রাখেন ডিওয়াইএফআই-এর নেতৃত্বরাও।