রাম নবমীতে হাওড়ায় জোড়া মিছিল করা যাবে তবে শর্ত বেঁধে দিয়েছেন কলকাতা হাইকোর্ট। শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। রামনবমীতে মিছিল করতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিল অঞ্জনী পুত্র সেনা এবং বিশ্ব হিন্দু পরিষদ নামে দু’টি সংগঠন। তবে পুলিশ তাদের অনুমতি দেয়নি। তারপর কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে ওই দুই সংগঠন।
শুক্রবার আদালতের তরফ থেকে জানতে চাওয়া হয় কেন অনুমতি দেওয়া হয়নি এক্ষেত্রে, রাজ্যের বক্তব্য ছিল অতীতে রামনবমীকে কেন্দ্র করে হাওড়ার ওই এলাকায় অশান্তির নজির রয়েছে। সেই অভিজ্ঞতা থেকে সাবধানতা অবলম্বন করেই অনুমতি দেয়নি পুলিশ। তারা সতর্কমূলক পদক্ষেপ করেছে। বিচারপতি ঘোষ সব শুনে বলেন, ‘দুর্গাপুজোয় কোথাও গণ্ডগোল হলে কি পুজো বন্ধ করে দেওয়া হয়? কোনও এলাকা নিয়ে পুলিশের আইনশৃঙ্খলাজনিত সমস্যা থাকলে তা রাজ্যের পক্ষে ভাল দেখায় না। ওই জায়গায় কি প্রতিদিন গন্ডগোল হয়?’ তারপর শর্তসাপেক্ষ অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট।
হাইকোর্টের পক্ষ থেকে বলা হয় মিছিলে কোনো প্রকার ধাতুর তৈরী অস্ত্র প্রদর্শন করা যাবেনা। দুই সংগঠনের সর্বমোট এক হাজার মানুষ মিছিলে অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারী প্রত্যেককে নিজের নাম পরিচয় পুলিশকে জানাতে হবে, বহন করতে হবে নাম-পরিচয় লেখা কার্ড। একসঙ্গে মিছিল করতে পারবেনা দুই সংগঠন রামনবমীর দিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিছিল করবে অঞ্জনী পুত্র সেনা। বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মসূচি পালন করতে পারবে বিশ্ব হিন্দু পরিষদ।