• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

রাজ্যের চার পুরসভার ভোটগণনা ১৪ ফেব্রুয়ারি

১৫ জানুয়ারি করোনা পরিস্থিতি বিবেচনা করে চার পুরসভার ভোট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন। ২২ জানুয়ারি থেকে পিছিয়ে ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ঠিক হয়।

প্রতীকী ছবি (File Photo: iStock)

রাজ্যে বকেয়া চার পুরসভার ভোটগণনা হবে ১৪ ফেব্রুয়ারি। শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল রাজা নির্বাচন কমিশন। এর আগে গত ১৫ জানুয়ারি করোনা পরিস্থিতি বিবেচনা করে চার পুরসভার ভোট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন।

২২ জানুয়ারি থেকে পিছিয়ে ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ঠিক হয়। কমিশনের তরফে জানানো হয়, প্রচার সংক্রান্ত বিধিনিষেধ একই থাকছে। অর্থাৎ নিয়মবিধি মেনে করা যাবে প্রচার। নির্বাচনের ৭২ ঘণ্টা আগে বন্ধ করতে হবে প্রচার।

উল্লেখ্য, ২২ জানুয়ারি বিধাননগর , চন্দননগর, শিলিগুড়ি এবং আসানসোল এই চার পুরসভার ভোট হওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভোট পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সমাজকর্মী বিমল ভট্টাচার্য।

এই মামলায় তাঁর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আদালতে বলেন, ‘সাগরমেলার ক্ষেত্রে পুণ্যস্নানের নির্দিষ্ট দিন আছে। কিন্তু নির্বাচনের ক্ষেত্রে তো তেমনটা নয়।’