• facebook
  • twitter
Wednesday, 4 December, 2024

বেসরকারি মেডিক্যাল কলেজে দুর্নীতি, হলদিয়ায় লক্ষ্মণ শেঠ সহ দেশের ২৮ জায়গায় ইডি অভিযান

এনআরআই কোটা সংক্রান্ত দুর্নীতির অভিযোগ রয়েছে এইসব মেডিক্যাল কলেজগুলির বিরুদ্ধে। এই কোটা ব্যবহার করে যোগ্য ছাত্রদের বঞ্চিত করা হয়েছে।

এবার বেসরকারি মেডিক্যাল কলেজগুলির দুর্নীতি মামলার তদন্তে নামলো ইডি। সেজন্য মঙ্গলবার দেশের ২৮ জায়গায় অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তল্লাশি চালানো হয় অভিযোগের তালিকায় থাকা মেডিক্যাল কলেজগুলির মালিকদের বাড়িতেও। যার জেরে বাদ যাননি বাম আমলে মেদিনীপুরের বেতাজ বাদশা লক্ষ্মণ শেঠও। তিনিও একটি বেসরকারি মেডিক্যাল কলেজের উদ্যোক্তা। দুর্নীতির অভিযোগে তাঁর বাড়িতেও তল্লাশি চালায় আর্থিক দুর্নীতি সংক্রান্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

ইডি সূত্রের খবর, অন্যান্য রাজ্যের মতো বাংলার আট মেডিক্যাল কলেজে তল্লাশি অভিযান চালানো হয়।  সকাল থেকেই সংবাদ মাধ্যমে চাউর হয় তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠের স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত মেডিক্যাল কলেজ ও ডেন্টাল কলেজে তল্লাশির খবর। প্রকাশ্যে আসে তাঁর বাড়িতে তল্লাশির খবরও। যা রাজ্যে সবচেয়ে বেশি চাঞ্চল্য ছড়ায়।

যদিও রাজ্যের ৮ মেডিক্যাল কলেজের পাশাপাশি সারা দেশের ২৮টি বেসরকারি কলেজে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হলদিয়া ছাড়াও বীরভূমের একটি এবং পশ্চিম বর্ধমানের তিনটি মেডিক্যাল কলেজে তল্লাশি চালানো হয়েছে। বীরভূমের শান্তিনিকেতন মেডিক্যাল কলেজেও হানা দিয়েছে ইডি। দুর্গাপুরের মলানদীঘি, শোভাপুর ও রাজবাঁধ এলাকায় তিনটি বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এছাড়া কলকাতার তারাতলার এক মেডিক্যাল কলেজের আত্মীয়ের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে।  সল্টলেক, বজবজ, কল্যাণী, হলদিয়া, শান্তিনিকেতন, কাঁকসা, যাদবপুর, দুর্গাপুরেও তল্লাশি চালানো হয়।

কিন্তু হঠাৎ কেন এইসব বেসরকারি মেডিক্যাল কলেজে তল্লাশি চালানো হচ্ছে? তাদের বিরুদ্ধে প্রকৃতপক্ষে কী অভিযোগ রয়েছে? জানা গিয়েছে, এনআরআই কোটা সংক্রান্ত দুর্নীতির অভিযোগ রয়েছে এইসব মেডিক্যাল কলেজগুলির বিরুদ্ধে। এই কোটা ব্যবহার করে যোগ্য ছাত্রদের বঞ্চিত করা হয়েছে। এজন্য টাকার বিনিময়ে ভুয়ো শংসাপত্র ব্যবহার করে অযোগ্যদের ডাক্তারি পড়ার সুযোগ করে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের ধমক খেয়ে সেই মামলার তদন্তে দেশজুড়ে অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

উল্লেখ্য, জাল নথি দিয়ে রাজ্যের বেসরকারি মেডিক্যাল কলেজগুলিতে এনআরআই (নন রেসিডেন্ট অব ইন্ডিয়া) কোটায় ভর্তির অভিযোগ ওঠে। চলতি বছরের এপ্রিল মাসে সল্টলেকের ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় একটি অভিযোগ দায়ের হয়। তারপরে সেই ঘটনার তদন্তভার যায় ইডির হাতে। সেই দুর্নীতির তদন্তেই মঙ্গলবার সকাল থেকে রাজ্যজুড়ে তল্লাশি চালান ইডির আধিকারিকরা।