বাড়ছে করোনা সংক্রমণ। উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা। এদিন করোনা আক্রান্তের নিরিখে কলকাতাকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা।
বুধবারের রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী, বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৭৯ জন। যা গতকালের তুলনায় ৩০০ বেশি। যদিও কমেছে মৃত্যু সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় বলি ৪ জন।
ফলে চিন্তার মেঘ কাটছে না স্বাস্থ্য দফতরের। এমনিতেই করোনা নিয়ে গতকালই সতর্ক করেছিল স্বাস্থ্য দফতর।
চতুর্থ ঢেউ যে রাজ্যের দোরগোড়ায় কড়া নাড়ছে তা বুঝিয়ে দিয়েছে রাজ্য। তাই আগেভাগেই সচেতন হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত এক মাসে নতুন করে করোনা উদ্বেগ দেখা দিয়েছে মানুষের মধ্যে। এদিনের বুলেটিন অনুযায়ী, করোনা আক্রান্তের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা।
এই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬৬১ জন। তারপরেই আছে কলকাতা। শহরে একদিনে করোনার কবলে পড়েছেন ৬৫৫ জন।
এছাড়াও রাজ্যের সব জেলাতেই কম বেশি বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। বুলেটিন অনুযায়ী রাজ্যে করোনা সংক্রমিতের হার বেড়ে দাঁড়িয়েছে ১৮.৫৯ শতাংশ।
তবে বারবার সতর্ক করার পরেও ফিরছে না মানুষের হুঁশ। এখনও বহু মানুষকে দেখা যাচ্ছে মাস্ক ছাড়াই রাস্তায় ঘুরে বেড়াতে। ট্রেনে, ট্রামে, বাসে মাস্কবিহীন মানুষের সংখ্যা নেহাত কম নয়।