• facebook
  • twitter
Monday, 21 October, 2024

মাওবাদীদের সঙ্গে তুলনা চিকিৎসকদের, আউশগ্রামে দেবাংশুর মন্তব্যে বিতর্ক

দেবাংশু কিছুটা চ্যালেঞ্জের সুরে বলেন, ‘২০০১ এবং ২০০৩ সালে আরজি করে কী হয়েছে? এসএফআই নেতা সুবর্ণ গোস্বামীরা পর্নোচক্র, দুর্নীতি চালিয়ে গিয়েছেন। আমি চাই সব কিছু প্রকাশ্যে আসুক।'

চিকিৎসকদের দু’মুখো বলে উল্লেখ করে বিতর্কের মুখে পড়েছেন কুণাল ঘোষ। এই আবহে ফের চিকিৎসকদের নিয়ে কুমন্তব্য আরও এক তৃণমূল নেতার। মাওবাদীদের সঙ্গে তফাৎ নেই জুনিয়র ডাক্তারদের। এমনটাই বিস্ফোরক মন্তব্য তৃণমূল কংগ্রেস-এর যুব নেতা দেবাংশু ভট্টাচার্যের।

রবিবার পূর্ব বর্ধমানের আউশগ্রামে দলীয় কর্মসূচিতে যোগ দেন দেবাংশু। এর পর সভা ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘মাওবাদীদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের কোনও তফাৎ নেই। মাওবাদীরা প্রতিবাদের জন্য মানুষ মারেন আর জুনিয়র ডাক্তাররা চিকিৎসা বন্ধ রেখে মানুষ মারেন। ওরা তো মঙ্গলবার থেকে চিকিৎসা পরিষেবা বন্ধ রেখে মানুষ মারতে চাইছেন।’

দেবাংশু কিছুটা চ্যালেঞ্জের সুরে বলেন, ‘২০০১ এবং ২০০৩ সালে আরজি করে কী হয়েছে? এসএফআই নেতা সুবর্ণ গোস্বামীরা পর্নোচক্র, দুর্নীতি চালিয়ে গিয়েছেন। আমি চাই সব কিছু প্রকাশ্যে আসুক। যদি ওরা নিজেরা আদালতে আসেন তো ভালো। দেরি করছেন কেন? ডাক্তারি মহান পেশা। আর ওরা প্রাণের বিনিময়ে হুমকি দিয়ে যাচ্ছেন।’

একইসঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক প্রসঙ্গে দেবাংশুর বক্তব্য, জুনিয়র ডাক্তারদের শুভবুদ্ধির উদয় হোক। তাঁরা পূর্ণদ্যমে কাজে ফিরুন। একইসঙ্গে কারা কলকাঠি নাড়ছেন সেটাও জানা দরকার।