• facebook
  • twitter
Monday, 13 January, 2025

সমবায় ব্যাঙ্কের নমিনেশন ফর্ম তোলাকে কেন্দ্র করে কাঁথিতে ধুন্ধুমার

সমবায় ব্যাঙ্কের নমিনেশন ফর্ম তোলাকে কেন্দ্র করে কাঁথিতে ধুন্ধুমার। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বাদানুবাদ, 'চোর-চোর' স্লোগান তুলে এক পক্ষকে তাড়া অপর পক্ষের।

সমবায় ব্যাঙ্কের নমিনেশন ফর্ম তোলাকে কেন্দ্র করে কাঁথিতে ধুন্ধুমার। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বাদানুবাদ, ‘চোর-চোর’ স্লোগান তুলে এক পক্ষকে তাড়া অপর পক্ষের। কার্যত নীরব দর্শকের ভূমিকায় দেখা গেল পুলিশকে। কন্টাই সমবায় ব্যাঙ্কের ডিরেক্টর নির্বাচনের নমিনেশন ফর্ম তোলাকে কেন্দ্র করেই ঝামেলার সূত্রপাত বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই ব্যাঙ্কের ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস।

ডেলিগেট নির্বাচনের জন্য ১০৮টি আসনে ভোট হয়েছিল। তার মধ্যে ১০১টি আসনেই জয়লাভ করে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। বাকিরা জয়ী হয়েছেন বিজেপির ব্যানারে। সোমবার ব্যাঙ্কের ডিরেক্টর নির্বাচনের নমিনেশন ফর্ম তোলার দিন ছিল। সেই নিয়েই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ বাধে। তৃণমূলের চিন্তামণি মণ্ডল গোষ্ঠীর লোকজনদের কটাক্ষ করে সুপ্রকাশ গোষ্ঠী। ‘চোর চোর’ বলে তাড়াও করা হয়।

পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছেড়ে পালায় চিন্তামণি মণ্ডল গোষ্ঠীর লোকজন। চিন্তামণি মণ্ডল বলেন, ওরা আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে। এ ব্যাপারে আমার কিছু বলার নেই। দুর্নীতি হয়ে থাকলে প্রশাসন ব্যবস্থা নেবে। অন্যদিকে অখিল গিরির ছেলে তথা কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি চিন্তামণির বিরুদ্ধে বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগ তুলেছেন।

সুপ্রকাশ বলেন, ওরা দলের নির্দেশ কার্যত মানছেন না। বিগত দিনে পরিচালন কমিটিতে থেকে ব্যাঙ্কের কোটি কোটি টাকা লুট ও চুরি করেছে। বিজেপির সাথে আঁতাত রেখে এইসব ঝামেলা পাকাচ্ছেন চিন্তামণি মণ্ডল ও তাঁর সহযোগীরা। এদিকে প্রাথমিক ভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বিষয়টি দেখে পুলিশ হতচকিত হয়ে গেলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।