পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সােমবার বহরমপুরে প্রতিবাদ মিছিল করে টাউন কংগ্রেস। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং জনবহুল এলাকা পরিক্রমা করে এই মিছিলটি।
মিছিলে নেতৃত্ব দেন কংগ্রেসের সাধারণ সম্পাদক মাহফুজ আলম ডালিম, মহম্মদ জহর, তুহীন দাস, বহরমপুর টাউন কংগ্রেসের সভাপতি কার্তিকচন্দ্র সাহা প্রমুখ। মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
কার্তিকচন্দ্র সাহা বলেন, প্রতিদিন পেট্রোল, ডিজেলের দাম বাড়ছে। গ্যাসের দাম এতটাই বেড়েছে। মধ্যবিত্তের রান্নাঘরে আগুন জ্বলছে। এরপরও আচ্ছে দিন আচ্ছে দিন বলে চেঁচাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী থেকে বিজেপি নেতারা।
সেইসঙ্গে রয়েছে কালা কৃষি আইন, যা কৃষকদের মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাবে। এই সমভ কিছুর প্রতিবাদে আজকে কংগ্রেস রাতৰি নেমেছে। এই আন্দোলন অব্যাহত থাকবে।’