• facebook
  • twitter
Wednesday, 2 April, 2025

বড় ধাক্কা কংগ্রেসের, তৃণমূলে যোগ বড়ঞার প্রাক্তন বিধায়কের

মুর্শিদাবাদ জেলায় বড় ধাক্কা খেল কংগ্রেস। কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বড়ঞার প্রাক্তন বিধায়ক প্রতিমা রজক।

লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদে বড় ধাক্কা খেয়েছিল কংগ্রেস। বহরমপুর কেন্দ্রে হেরে গিয়েছিলেন দলের দাপুটে নেতা অধীর চৌধুরী। তারপর প্রদেশ কংগ্রেস সভাপতি পদও ছেড়ে দিয়েছেন তিনি। এদিকে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে মুর্শিদাবাদ জেলায় বড় ধাক্কা খেল কংগ্রেস। কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বড়ঞার প্রাক্তন বিধায়ক প্রতিমা রজক। শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার কান্দিতে একটি অনুষ্ঠানে দলবদল সারেন প্রতিমা।

তৃণমূলের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার প্রতিমা রজকের হাতে দলীয় পতাকা তুলে দেন। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন বড়ঞার বর্তমান তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তবে বড়ঞা বিধানসভা কেন্দ্রের একাধিক তৃণমূল নেতা মঞ্চে ছিলেন। জেলা মহিলা কংগ্রেসের দাপুটে নেত্রী পরিচিত ছিলেন প্রতিমা রজক। ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত দু’বার কংগ্রেসের টিকিটে জিতে বিধায়ক হন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিট না পেয়ে সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেন প্রতিমা।

সম্প্রতি তৃণমূলের সাংগঠনিক বৈঠকে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, বড়ঞার বিধানসভা কেন্দ্রের যাবতীয় দায়িত্ব বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল সামলাবেন। অনুব্রত দায়িত্ব নেওয়ার পরপরই ভাঙন ধরল কংগ্রেসে। তৃণমূল নেতা অপূর্ব সরকার বলেন, প্রতিমা রজক সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য আবেদন করেছিলেন। সেই আবেদন দলের শীর্ষ নেতৃত্ব মেনে নিয়েছে। আমরা আগামী দিনে সকলে একসঙ্গে কাজ করব।

দু’বারের কংগ্রেস বিধায়ক প্রতিমা রজক বলেন, ২০২১-এর বিধানসভা নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করিনি। এরপর শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন সক্রিয় রাজনীতিতে ছিলাম না। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে দলে যোগ দেওয়ার আবেদন জানিয়েছিলাম। সেই আবেদন মঞ্জুর হয়েছে। আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করব। আগামী বিধানসভা নির্বাচনে কীভাবে তৃণমূল কংগ্রেস আরও ভালো ফলাফল করতে পারে, সেই বিষয়ে সচেষ্ট হব।