• facebook
  • twitter
Monday, 28 April, 2025

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনন্দন রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহাকে  

আজ বিরোধী জোটের সর্বসম্মত রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে তার ঘোষণার পরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অভিনন্দন জানালেন।

মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় দেড় বছর আগে যশবন্ত সিনহাকে তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্ব দিয়েছিলেন। সেই যশবন্ত সিনহা যখন তৃণমূল কংগ্রেস দল ছাড়লেন তা নিয়ে অনেক জল্পনা তৈরি হলেও পরে তার আসল কারণটি স্পষ্ট হয়।

আজ বিরোধী জোটের সর্বসম্মত রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে তার ঘোষণার পরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অভিনন্দন জানালেন।

টুইটারে মমতা লিখেছেন, ‘প্রগতিশীল বিরোধী দল সমর্থিত সর্বসম্মত রাষ্ট্রপতি পদপ্রার্থী নির্বাচিত হওয়ার জন্য আমি শ্রী যশবন্ত সিনহাকে অভিনন্দন জানাই।

তিনি একজন সম্মাননীয় এবং বিচক্ষণ মানুষ। অবশ্যই তিনি আমাদের মহান জাতীয় মূল্যবোধের প্রতি দায়বদ্ধ থাকবেন।’