কৃষকদের মমতার অভিনন্দন ‘সংগ্রামী সৌরভে’

মমতা বন্দ্যোপাধ্যায় (Photo: SNS)

শুধু রাস্তায় পথ হেঁটেই কৃষি আইনের প্রতিবাদ নয়। কবিতা ছন্দেও কৃষি আন্দোলনকে অভিনন্দন জানাতে কলম হাতে তুলে নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিতর্কিত তিনটি কৃষি মমতা আইন প্রত্যাহারের পরে কৃষকদের অভিনন্দন জানাতে শব্দ-ছন্দ-কাব্যের সমাহারে কবিতা লিখলেন মমতা।

অন্নদাতার অন্নর অধিকার ফিরিয়ে দিতে হবেই/ মাঠ-মাটি-জমি-প্রান্তরে/ কৃষিক্ষেত্র জাগবেই। এই কথামালা দিয়ে শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা। কৃষকদের সংগ্রাম, আন্দোলনের পয়ারে এগিয়েছে কবিতার গতি।

মধ্যভাগে শাসকের ঔদ্ধত্য, অহংকারের ভগ্নদশা, অস্ত্রের ঝংকারকে ভেঙেচুরে দিয়ে কীভাবে কৃষকরা প্রতিবাদের আগুন জ্বালিয়ে রেখেছেন সেকথারও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।


লিখেছেন,

দীর্ঘদিনের আন্দোলনের ফসল/ তোমাদের স্বপ্ন/ কেড়ে নিতে চাইলেও ব্যর্থ হবে না/ ঔদ্ধত্য–অহংকারে ভগ্ন। আর শেষ ভাগে তিনি কৃষকদেরই গৌরবান্বিত করেছেন। লিখেছেন, তবুতো থামোনি/ থামোনি তোমরা/ লড়ে গেছো আপন গৌরবে/ তাই তো আজ জয়ী হলে তোমরা/ অভিনন্দন সংগ্রামী সৌরভে।

এর আগেও নোটবন্দি, এনআরসি-সিএএ লাণ্ড, কৃষি আইন প্রণয়ন–বহুক্ষেত্রেই কবিতার ছন্দে প্রতিবাদ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নতুন ইস্যু হল কৃষি আইন প্রত্যাহারের মতো ঐতিহাসিক ঘটনা। এক্ষেত্রে কৃষকদের প্রতিরোধী ভূমিকাকেই কুর্নিশ জানালেন কবিতার ছন্দে।