সােমবারও বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ কাটেনি। এদিনও অক্সিজেন সাপাের্টের প্রয়ােজন পড়েছে তার। দ্বিতীয় প্লাজমা থেরাপির পরেও এখনও অস্থিরতা রয়েছে তার। চিকিৎসকরা তার মস্তিষ্কে এমআরআই করার সিদ্ধান্ত নিয়েছেন।কিন্তু সৌমিত্রবাবুর শারীরিক অস্থিরতার এতটাই বেশি যে, প্রয়ােজন সত্ত্বেও তার মস্তিষ্কের এমআরআই করতে সমস্যা হয়েছে ।
সােমবার হাসপাতাল সূত্রে বলা হয়েছে, প্লাজমা থেরাপির পরেও শারীরিক অস্থিরতা কমেনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের। মাঝেমধ্যেই তিনি হাত-পা ছুঁড়ছেন, রেগেও যাচ্ছেন।তাই এমআরআই করতে সমস্যা হচ্ছে। অভিনেতার অসুস্থতায় সবচেয়ে চিন্তা বাড়িছে তার প্রােস্টেট ক্যানসার। তার পিএসএ বেড়ে গিয়েছে। শরীরে অক্সিজেনের মাত্রাও কম রয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, ষােলােজন চিকিৎসকের একটি দল তৈরি করা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসার জন্য। চিকিৎসকদের চব্বিশ ঘন্টার পর্যবেক্ষণে রয়েছে বাঙালির প্রিয় ‘ফেলুদ ‘।