কুটিল চিত্রনাট্য ছিল নন্দীগ্রামে: বুদ্ধদেব 

বুদ্ধদেব ভট্টাচার্য (File Photo: Kuntal Chakrabarty/IANS)

চোদ্দ বছর আগে অর্থাৎ ২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে গুলিচালনার ঘটনা নিয়ে তৃণমূল সুপ্রিমাে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের চব্বিশ ঘন্টার মধ্যেই পাম এভিনিউর বাড়িতে শুয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বিবৃতি লিখলেন। 

সােমবার সকাল থেকেই সিপিএম চেষ্টা ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের একটা অডিও বিবৃতি আনার, শেষ পর্যন্ত তা না হলেও লিখিত বিবৃতি দিলেন বুদ্ধবাবু। 

তিনি লিখলেন, গত এক দশকে উল্লেখযােগ্য কোনও শিল্প আসেনি। নন্দীগ্রাম ও সিঙ্গুরে এখন শ্মশানের নীরবতা। সে সময়ের কুটিল চিত্রনাট্যের চক্রান্তকারীরা আজ দু ভাগে বিভক্ত হয়ে কাদা ছোঁড়াছুঁড়ি করছে। 


এদিনই সিপিএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তরফে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের এই বিবৃতি প্রকাশ করা হয়েছে, সেখানে তৃণমূলের তােলাবাজি, সিন্ডিকেটরাজ, দুর্নীতি নিয়ে সমালােচনা করেছেন। পাশাপাশি বিজেপি ও আরএসএস-এর বিরুদ্ধে বিভেদ ও মেরুকরণের রাজনীতির অভিযােগ তুলে ব্যাপক আক্রমণ শানিয়েছেন। একই সাথে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান না হওয়ার আক্ষেপ ফুটে উঠেছে। 

তার লেখা বিবৃতিতে তিনি আবেদন জানিয়েছেন, এবারের ভােটে বাম কংগ্রেস ও আইএসএফের সংযুক্ত মাের্চার প্রার্থীদের জয়ী করতে। তাঁর কথায়, এঁরাই পারবেন রাজ্যকে অন্ধকার থেকে আলাের পথ দেখাতে।