• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

চন্দননগর হাসপাতালে সদ্যোজাত শিশু বদলের অভিযোগ, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চন্দননগর, ২৬ জুন: চন্দননগর হাসপাতালে শিশু বদলের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য। এই ঘটনাটি ঘটেছে চন্দননগরের হাসপাতালের আইসিইউ-এর মধ্যে। বুধবার সকালে সাড়ে ৯টা নাগাদ ঋতু রায় নামে এক প্রসূতি প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন। বেলা ১২টা নাগাদ সন্তানের জন্ম দেন তিনি। পরিবারের দাবি, প্রথমে হাসপাতালের কর্মীরা তাঁদের এক পুত্র সন্তানকেই দেখান। সেই অনুযায়ী প্রসূতির

প্রতীকী ছবি (Photo: iStock)

নিজস্ব প্রতিনিধি, চন্দননগর, ২৬ জুন: চন্দননগর হাসপাতালে শিশু বদলের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য। এই ঘটনাটি ঘটেছে চন্দননগরের হাসপাতালের আইসিইউ-এর মধ্যে। বুধবার সকালে সাড়ে ৯টা নাগাদ ঋতু রায় নামে এক প্রসূতি প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন। বেলা ১২টা নাগাদ সন্তানের জন্ম দেন তিনি। পরিবারের দাবি, প্রথমে হাসপাতালের কর্মীরা তাঁদের এক পুত্র সন্তানকেই দেখান। সেই অনুযায়ী প্রসূতির স্বামী স্বাক্ষরও করেন। অভিযোগ, পরমুহূর্তেই তাঁকে একটি অন্য কন্যা সন্তানকে নিয়ে দেখিয়ে বলা হয়, এটা তাঁদের কন্যা সন্তান। স্বাস্থ্যকর্মীরা তাঁর সন্তান বদল করেছেন।

এই বিষয়ে প্রসূতির স্বামী বলেন,”আমাকে প্রথমে দেখানো হল, ছেলে হয়েছে। আর পরে দেখানো হচ্ছে মেয়ে। এই ধরনের ভুল হয় কি করে? আমাদের দাবি, ডিএনএ টেস্ট করে উপযুক্ত প্রমাণ দিক হাসপাতাল কর্তৃপক্ষ।” চন্দননগরের হাসপাতাল সুপার বলেন, “অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে যথাযথ তদন্ত হবে। নার্সিং সুপারের সঙ্গেও কথা বলা হয়েছে। একটা সমস্যা হয়েছে। আগামী দিনে যাতে এই ধরনের সমস্যা আর না হয়, তার জন্য কড়া পদক্ষেপ করা হবে।”