• facebook
  • twitter
Sunday, 16 March, 2025

‘ভূত’ ভোটার ধরতে সব স্তরেই কমিটি

অভিষেকের ভার্চুয়াল বৈঠক

নিজস্ব চিত্র

ভোটার তালিকার ‘ভূত’ শনাক্তকরণে কড়াকড়ি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের। শনিবার দলের সর্বস্তরের নেতৃত্বকে নিয়ে আয়োজিত মেগা ভার্চুয়াল বৈঠকে একাধিক কমিটি গড়ার নির্দেশ দিয়েছেন তিনি। এদিনের বৈঠকে অভিষেকের সঙ্গে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। ভোটার তালিকা খতিয়ে দেখার জন্য আগামী ৫ দিন অর্থাৎ ১৬ থেকে ২০ মার্চের মধ্যে জেলাভিত্তিক কোর কমিটি গঠন করতে হবে। এই কমিটির সদস্য হবেন জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান, জেলা পরিষদের সভাধিপতি, সহ-সভাধিপতি, পঞ্চায়েত সমিতি এবং ব্লক সভাপতি, জেলার সকল সাংসদ, বিধায়ক, টাউন সভাপতি, পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান।

একইভাবে ২১ থেকে ২৭ মার্চের মধ্যে ব্লক এবং টাউন স্তরে গঠন করতে হবে কমিটি, যার সদস্য হবেন বিধায়ক থেকে ব্লক সভাপতিরা। এই ব্লক বা টাউন কমিটির সকল সদস্যের সর্বসম্মতিক্রমে একজন হবেন ‘ব্লক ইলেক্টোরাল রোল সুপারভাইজার’। অভিষেকের নির্দেশ, বিইআরএস যেন ব্লক সভাপতি না হন। এরপর ২৮ মার্চ থেকে ৩ এপ্রিলের মধ্যে পঞ্চায়েত বা অঞ্চল এবং শহরের ক্ষেত্রে ওয়ার্ড স্তরেও গঠন করতে হবে কমিটি। এর সদস্য হবেন অঞ্চল সভাপতি, গ্রামের প্রধান, গ্রামসভার প্রধান, ওয়ার্ড প্রেসিডেন্ট, ওয়ার্ডের কাউন্সিলর-সহ অন্যান্য মুখ্য সদস্যরা। এক্ষেত্রেও পঞ্চায়েত বা ওয়ার্ড কমিটির সকল সদস্যের সম্মতিক্রমে ‘পঞ্চায়েত/ওয়ার্ড ইলেক্টোরাল রোল সুপারভাইজার’ হবেন একজন। নিম্ন কমিটির তথ্য তার উচ্চস্তরের কমিটিকে পাঠানোর নির্দেশও দিয়েছেন অভিষেক। তিনি জানিয়েছেন, ৪ এপ্রিল থেকে বুথ ভিত্তিক কমিটি গড়া শুরু হবে। এভাবে ১৪ এপ্রিল পর্যন্ত পরপর কমিটি গঠন প্রক্রিয়া চলবে। পয়লা বৈশাখ বাদ দিয়ে ফের ১৬ এপ্রিল থেকে কাজ শুরু হবে।

অভিষেক এদিন সকলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে বলেন, ‘ইলেকটোরাল রোল সুপারভাইজার প্রশাসনিক নয়, দলের পদ। তাঁদের কাজ ভোটার তালিকা খতিয়ে দেখা। দলের নিয়োগ করা জেলা স্তরের বিএলএ ১ সর্বদা ডিও এবং ইআরও-র সঙ্গে সমন্বয় রেখে চলবেন। বিএলএ ১ কর্তৃক নিয়োগ করা বিএলএ ২ বুথ স্তরের অফিসারের সঙ্গে সমন্বয় রেখে চলবেন। বিএলও-র উপর চাপ রাখবেন, ফিজিক্যাল ভেরিফিকেশন যেন করা হয়। যাঁরা ভেরিফিকেশনের দায়িত্বে রয়েছেন, তাঁদের সজাগ থাকতে হবে। নতুন নাম নথিভুক্ত ব্যক্তির বাড়িতে গিয়ে যাচাই করতে হবে।

কোনো সমস্যা থাকলে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত উচ্চ পদাধিকারীদের সঙ্গে কথা বলে সংশ্লিষ্ট নাম বাতিলের ব্যবস্থাও করতে হবে। বাতিল নিশ্চিতকরণের দায়িত্ব বিএলএ ১-এর, তাঁরা ডিস্ট্রিক্ট অফিসারের সঙ্গে ফলো আপ করবেন।’ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, ‘বর্তমানে মনোনয়ন জমা দেওয়ার দশদিন আগে পর্যন্ত ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা যায়। তাই ভোটার তালিকা যাচাইয়ের কাজ সারা বছরের। বছরে যে চার বার ভোটার তালিকা বেরোয়, প্রত্যেক বার তা খতিয়ে দেখতে হবে।’ সারা বছর মাঠে ময়দানে নেমে জনসংযোগ চালানোর পরামর্শও নেতাকর্মীদের দিয়েছেন অভিষেক।

তিনি জানান, ব্লক বা টাউন কমিটি ১৫দিন অন্তর, পঞ্চায়েত বা ওয়ার্ড কমিটি সপ্তাহে একদিন এবং বুথ স্তরে প্রতি দু’দিন অন্তর বৈঠক করতে হবে। পাশাপাশি পরিযায়ী শ্রমিক বা যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পথ সুগম করার পরামর্শও দিয়েছেন। পাশাপাশি অভিষেক আরও জানিয়েছেন, এই বিস্তর কার্য পরিচালনার জন্য প্রতি বিধানসভায় দু-চার জন দলীয় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি পাঠানো হবে, যাঁরা প্রযুক্তিগত কাজ বুঝিয়ে দেবেন।

News Hub